Bankura Rail : ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ শুরুর দাবিতে গণ কনভেনশন ভেদুয়াশোলে

Bankura Rail : ছাতনা মুকুটমণিপুর রেলপথের কাজ শুরুর দাবিতে গণ কনভেনশন ভেদুয়াশোলে

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর রেলপথের স্থগিত থাকা কাজ পুনরায় শুরুর দাবিতে ভেদুয়াশোল বাসস্ট্যান্ড সংলগ্নস্থানে গণ কনভেনশন বাঁকুড়া-মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির। দাবি জানাতে শনিবার বিকালে সেখানে জমায়েত করেন স্থানীয় আন্দোলনকারীরা।

দক্ষিণ বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন রেলপথ ব্যবহার করতে বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরের উপর নির্ভরশীল। যে কারণে বিভিন্ন প্রয়োজনে বারবার সমস্যার সম্মুখীন হন তাঁরা৷ বাঁকুড়া-মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথের দাবি দীর্ঘদিনের। প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া একাধিকবার বিষয়টি লোকসভায় উত্থাপন করেছিলেন। প্রায় এক দশক আগে এই রেলপথ তৈরিতে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকার৷ জমি অধিগ্রহণ, জমি ভরাট প্রভৃতি প্রাথমিক কাজও শুরু হয়। কিন্তু এরপরে হঠাৎই থমকে গিয়েছে সেই কাজ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

অভিযোগ, কেন্দ্রে সরকার পরিবর্তনের পর থেকেই প্রকল্পটি গতি হারিয়েছে। বিষয়টি নিয়ে বাঁকুড়া-মুকুটমণিপুর ভায়া ছাতনা রেলপথ স্থাপন আন্দোলন কমিটির তরফে একাধিকবার বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের দ্বারস্থ হলেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এইদিন প্রস্তাবিত রেলপথে থমকে যাওয়া কাজ পুনরায় শুরুর দাবি জানান আন্দোলনকারীরা৷ বক্তব্য রাখেন অধ্যাপক চিন্ময় সরেন, শিক্ষক সদানন্দ মন্ডল, শিক্ষক মলয় মর্দন্যা, আন্দোলন কমিটির কনভেনার মধুসূদন মাহাতো প্রমুখরা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ