Breaking news 10/7/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 10/7/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

সোমবার শিয়ালদা মেট্রোর উদ্বোধনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে বলে মেট্রো রেল সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, শিয়ালদহ এলাকার স্থানীয় হিসেবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। সোমবার ১১ই জুলাই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত না থাকায় শুরু হয় বিতর্ক। বিতর্ক তৈরি হতেই, ভুল শুধরাল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

রবিবার স্বামী আত্মস্থানন্দের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মোদী। রামকৃষ্ণ মিশনের আয়োজিত ওই অনুষ্ঠানে দেবী কালীর স্তুতিতে প্রধানমন্ত্রী বলেন, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে স্পষ্ট দেখেছিলেন। মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন। তিনি বলতেন, এই গোটা ভুবন, চরাচরেই ব্যপ্ত মায়ের চেতনা। এই চেতনাই বাংলার কালীপুজোয় দেখা যায়। এই চেতনাই গোটা ভারতের বিশ্বাসে দেখা যায়।প্রধানমন্ত্রীর দেবী কালী নিয়ে এদিনের ‘চিন্তা-বিশ্বাস’ রাজনৈতিক দিক দিয়েও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মাত্র কয়েকদিন আগেই দেবী কালী নিয়ে মন্তব্য করে বিজেপি তো বটেই কট্টর হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

শনিবার হাজারে হাজারে সরকার বিরোধী বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে মধ্য কলম্বোয় রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়েন। দ্বীপরাষ্ট্রের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে রাজাপক্ষের পদত্যাগের দাবিতে দীর্ঘ সময় ধরেই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের আরেকটি দল প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও আগুন ধরিয়ে দেয়। অর্থসঙ্কটে ধুঁকছে গোটা দেশ ৷ অথচ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে খানাতল্লাশি করতেই বেরিয়ে এল রাশি রাশি নগদ অর্থ ! এমনটাই দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের। তার কয়েক ঘণ্টার মধ্যেই বিশালাকার, বিলাসবহুল সেই প্রাসাদের দখল নিয়েছে বিদ্রোহী জনতা ৷ তাঁদের দাবি, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের আনাচ-কানাচ খুঁজেই নাকি কাঁড়ি কাঁড়ি নগদ অর্থ পেয়েছেন তাঁরা !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ