Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আজও এসএসসি মামলা থেকে অব্যাহতি নিল আরেক ডিভিশন বেঞ্চ। এ নিয়ে মোট চারটি বেঞ্চের বিচারপতিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা শোনেননি। ফলে তা ফের প্রধান বিচারপতির বেঞ্চে ফিরে গিয়েছে। সূত্রের খবর, এনিয়ে অত্যন্ত বিরক্ত হাই কোর্টের প্রধান বিচারপতি।

* গরম পড়তেই পানীয় জল নিয়ে হিমশিম অবস্থা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ৷ বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের ক্ষোভ, তাঁরা পর্যাপ্ত জল পাচ্ছেন না ।পৌরসভার চেয়ারপার্সন আশ্বাস দিয়েছেন, পাইপ লাইনের কাজ চলছে এবং জলের অভাব খুব শিগগিরি দূর হবে।

* দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। দু একটি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলছে এবং চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* পাঁচ রাজ্যের ভোটে ভরাডুবির পর এই প্রথম কংগ্রেস সংসদীয় দলের বৈঠক বসল। এই বৈঠকে একদিকে যেমন দলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কংগ্রেস সভানেত্রী, তেমনই বিজেপিকে রুখতেও ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন তিনি। সোনিয়া বলেন, আমরা কিছুতেই দেশের সম্প্রতি এবং ঐক্য বিনষ্ট হতে দেব না। সমস্ত শক্তি দিয়ে বিজেপিকে প্রতিহত করতে হবে।

* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকারের সচিবরা বলেছেন কিছু রাজ্য সরকার যেভাবে আমজনতার মন জিততে টাকা খরচ করছে, তাতে অনেকের হাল শ্রীলঙ্কা বা গ্রিসের মতো হতে পারে ভারতের অবস্থা। ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর প্রধান সচিব পিকে মিশ্র ও ক্যাবিনেট সচিব রাজীব গৌবা উপস্থিত ছিলেন। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও পাঞ্জাব, দিল্লি, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশের কোষাগারের হাল নিয়ে কেন্দ্রীয় সরকারের সচিবরা উদ্বিগ্ন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

* শুক্রবার মুম্বইয়ে কোয়ারেন্টাই পর্ব শুরু হয় ম্যাক্সওয়েলের এবং তিনি তা ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন।অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফরের অংশ ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ এই ক্রিকেটারকে ৬ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই হবে আরসিবি’র হয়ে এই মরসুমে মাঠে নামার জন্য। রাজস্থান রয়্যালস ম্যাচের পর আরসিবির পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল। ফলে সেই ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন তিনি।

* মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে ‘আরআরআর’ (RRR)। ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলির এই ছবি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে চলেছে প্রতিদিন। এবার রজনীকান্তের ‘২.০’ ও আমির খানের ‘পিকে’-র রেকর্ডকে ছাড়িয়ে গেল ‘আরআরআর’। আশি কোটির বক্সঅফিস কালেকশন করেছিল রজনীকান্তের ‘২.০’। এবার সেই রেকর্ডকেও ছুঁয়ে ফেলল ‘আরআরআর’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ