Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ট্যাংরার ক্রিস্টোফার রোডে কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলবাহিনি পৌঁছালেও ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। ৩ কিলোমিটার দূরে শিয়ালদা থেকেও দেখা যাচ্ছে আগুন। আশপাশে জনবসতি,নির্মীয়মাণ ফ্ল্যাট রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।

* বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটল দুর্ঘটনা। তার জেরে জখম হল পাঁচ শিশু। রবিবার দুপুরে বল খেলতে গিয়েই বিপত্তি। কুয়োর পাশে পড়ে খাকা বোমাতে লাথি মারতেই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় ওই পাঁচ শিশুকে গোপালগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। তদন্তে নেমেছে গোপালগঞ্জ ফাঁড়ির পুলিস।

* উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহাত থাকলেও স্বস্তি নেই দক্ষিণে।দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়নি বিগত কয়েকদিনে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে রাজ্যে প্রবেশ করছে পশ্চিমা বাতাস। ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমে অস্বস্তি বাড়বে সাধারণ মানুষের।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানিয়েছেন, প্রতিদিন দেশে প্রায় ২০ হাজার কোটি টাকার লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে। তিনি জানিয়েছেন, গত মার্চ মাসে দেশজুড়ে ১০ লক্ষ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। সকল দেশবাসীর উচিত ডিজিটাল মাধ্যমে লেনদেন করা। প্রসঙ্গত, আজ থেকেই দিল্লিরাজঘাট অর্থাৎ মহাত্মা গান্ধীর সমাধিস্থলে মন কি বাত অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চালু হল বলে জানান হয়েছে কর্তৃপক্ষের তরফে।

* আজ ২৪ এপ্রিল, মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের ৪৯তম জন্মদিন। ভারতের বিভিন্ন জায়গায় তাঁর জন্মদিন ঘিরে থাকে সাজো সাজো রব ৷ কলকাতার সল্টলেকের দত্তাবাদে শচিন তেন্ডুলকরের জন্মদিন পালন করা হল শিবাঙ্গন মন্দিরে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের উদ্যোগে সচিন তেন্ডুলকরের জন্মদিন পালন করা হয় ৷ সচিনের দীর্ঘায়ু কামনা করে তাঁর ছবির কোলাজ সামনে রেখে মৃত্য়ুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয় ৷ তারপর এলাকার বাচ্চাদের সঙ্গে নিয়ে কেকও কাটা হয় ৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৬/১১/২০২২

* গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত, ৬০ আসনের মধ্যে BJP-AGP জোট পেয়েছে ৫৮টি ওয়ার্ড। AJP জিতেছে একটি ওয়ার্ডে এবং প্রথম বার ভোটে দাঁড়িয়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে একটি ওয়ার্ডে।

* ২০২২ এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপসোনা জিতলেন রবি দাহিয়া । ২০২০ টোকিও অলিম্পিকের পর ফের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেলেন সোনপাতের কুস্তিগীর । এদিন কাজাখাস্তানের রাখাত কালঝানের হারিয়ে শিরোপা জিতেছেন তিনি ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ