BRAKING NEWS

Kaustav Bagchi : “মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন”, গ্রেপ্তার হয়ে মন্তব্য কংগ্রেস নেতা কৌস্তুভের

রাজ্য অশান্তি ছড়ানো ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচি। গ্রেপ্তার হয়ে ” মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন” বলে মন্তব্য করেছেন তিনি।

ঘটনার সূত্রপাত সাগরদিঘিতে উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থীর জয়ের পর। কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অধীরের কন্যার আত্মহত্যা এবং তাঁর গাড়িচালকের মৃত্যু নিয়ে তিনি অনেক কথা জানেন। সতর্ক করেন, তিনি মুখ খুললে বিপদ হবে! এরপরে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তভ বাগচি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আমলা দীপক ঘোষের একটি বইয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীপক ঘোষ মমতা সম্পর্কে কি কি লিখেছেন তার সফট কপি কেউ চাইলে তিনি দেবেন। এর জন্য তাঁর বা তাঁর কোনো সহকর্মীর ক্ষতি হলে মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন।

Sagardighi : সাগরদিঘিতে আগাম বসন্ত উৎসব! তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত

এদিকে শনিবার রাত ৩ টে নাগাদ কৌস্তভের বাড়িতে বটতলা থানার পুলিশ যায় ও তল্লাশি চালায়। সকাল ৮ টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার জন্য তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করে কৌস্তভ বলেন, ‘মুখ্যমন্ত্রী যে আমাকে এতটা ভয় পাবেন, আমি ভাবিনি। এটা তো আমার নৈতিক জয়।’ তিনি আরও বলেন, ‘‘বিনা কারণে আমায় হয়রানি করা হচ্ছে। এখানে আইনের শাসন নয়, শাসনের আইন চলছে।” কৌস্তুভকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে।

Sagardighi By Election : তৃণমূলের পরাজয়! বিধানসভায় যাচ্ছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস