Panchayet Election : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আদেশ বহাল সুপ্রিম কোর্টে

img 20230620 wa0000

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রইলো সুপ্রিম কোর্টে। রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি খারিজ করে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের আদেশ বহাল রেখে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই নির্বাচনের আদেশ দিয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকংগ্রেস নেতা ডালুবাবু।

আরও পড়ুন:  Panchayet Election : অভিষেকের আদেশে পদ হারিয়েও প্রার্থী, দলেই উঠছে প্রশ্ন

মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। বিচারপতি নাগরত্ন বলেন, “আপনারা পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। আর হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। খরচ তো কেন্দ্র দেবে। আপনাদের অসুবিধা কোথায়? তা ছাড়া ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী হলে সমস্যা কোথায়?” কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে সওয়াল করেন রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আইনজীবীরা। বিজেপির আইনজীবী রাজ্যে ভোট ঘোষণার পর মনোনয়নকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও হাইকোর্টের রায়ের সারবত্তা তুলে ধরেন। কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট কর্মীদের সুরক্ষার দাবি জানান তাঁরা। সুপ্রিম কোর্ট জানায়, “রাজ্যে হিংসার ঘটনার উদাহরণ রয়েছে। হাইকোর্ট পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। সেখানে অসুবিধার কিছু দেখছি না।’’

আরও পড়ুন:  Medinipur : চার দলের চার নেতার আড্ডা, মনোনয়ন নিয়ে সংঘর্ষের মাঝে বিরল রাজনৈতিক সৌজন্য

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ