Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকার ঘোষণা, ভোট পেতে ‘মমতা’ই ভরসা শুভেন্দুর

Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার টাকার ঘোষণা, ভোট পেতে 'মমতা'ই ভরসা শুভেন্দুর

রাজ্যপঞ্চায়েত নির্বাচন। তারই প্রাক্কালে ভোট বৈতরণী পার হতে রাজ্য সরকারের প্রকল্পেই কার্যত ভরসা রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এতদিন বিরোধিতা করে আসা তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েই নয়া ঘোষণা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। জানালেন, বিজেপি ক্ষমতায় এলে এই প্রকল্পে ৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে দেওয়া হবে।

পঞ্চায়েত নির্বাচনের প্রচার উপলক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভীমপুরে বিজেপির একটি রোড শোয়ে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শালবনী ব্লকে ভীমপুর থেকে পিড়াকাটা পদযাত্রার পাশাপাশি টোটোয় চেপেও প্রচার করেন তিনি। সেই সময়ে ভীমপুরে বিরোধী দলনেতা বলেন, “এখন ভয় দেখাচ্ছে ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা বন্ধ হবে। ওটা কি তৃণমূলের টাকা নাকি সরকারের টাকা?” তাঁর ঘোষণা, “বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, ৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে দেব।”

আরও পড়ুন:  Shalboni : ‘মাওবাদী’ শিলাদিত্য কি বিজেপিতে! শুভেন্দুর সঙ্গে করমর্দন ঘিরে নতুন জল্পনা

রাজ্যে তৃণমূল সরকার মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প ঘোষণা করার পর থেকেই এর বিরোধিতা করে এসেছেন শুভেন্দু সহ অন্যান্য বিজেপি নেতারা৷ রাজ্য সরকারের ‘খয়রাতি নীতি’র তীব্র সমালোচনা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে বিরোধিতা করা সেই প্রকল্পকে কেন্দ্র করেই বিজেপির নয়া ঘোষণা রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে বিজেপি তথা বিরোধী দলনেতার প্রতি ধেয়ে এসেছে কটাক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ