কৃষকদের নিয়ে মিছিল, একাধিক দাবিতে গোয়ালতোড়ে বিডিও-কে স্মারকলিপি, নেতৃত্বে সুশান্ত ঘোষ

সারা ভারত কৃষক সভা ও অন্যান্য বাম সংগঠনগুলির ডাকে মঙ্গলবার গড়বেতা ১,২ ৩ ও শালবনী ব্লকের কৃষকদের নিয়ে গোয়ালতোড় এলাকায় মিছিল করলো সিপিএম। নেতৃত্বে ছিলেন সুশান্ত ঘোষ। একাধিক দাবিতে বিডিও-র কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

গোয়ালতোড়ে বিক্ষোভ মিছিল ও বিডিও-কে দেওয়া ডেপুটেশন দাবি তোলা হয়েছে
১. দুর্গাবাঁধে প্রায় বন্ধ করে দেওয়া বীজ খামার পুনরায় চালু।
২. কৃষি ভিত্তিক শিল্প ও কর্মসংস্থান।
৩. কৃষকদের সুলভে উন্নতমানের বীজ সরবরাহ।
৪. পাট্টাদারদের পাট্টা রেকর্ড দেওয়া।
৫. রেগায় ২০০ দিন কাজ এবং ৬০০ টাকা মজুরি।
৬. রেগার কাজের টাকা দেওয়ার টালবাহানা বন্ধ।
৭. আয়কর দাতা নন এমন পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে।
৮. হাতির হানায় ক্ষতিগ্রস্ত দের ক্ষতিপুরন দিতে হবে।
৯. সরকারি প্রকল্প ও ভাতাতে স্বজন পোষণ দুর্নীতি বন্ধ।
১০. বনাঞ্চলের মানুষের জীবন জীবিকা সমস্যা সমাধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ