Elephant Attack : ফের হাতির হানায় আহত, তাণ্ডব কসাফুলিয়া শিমুলডাঙায়

Elephant Attack : ফের হাতির হানায় আহত, তাণ্ডব কসাফুলিয়া শিমুলডাঙায়

হাতির তাণ্ডবে তটস্থ জঙ্গলমহল। হাতির হানায় মৃত্যু হচ্ছে হুলা পার্টির সদস্য থেকে সাধারণ মানুষ। ভাঙছে বাড়ি ঘর। সেই পরিস্থিতিতে জঙ্গল সন্নিকটস্থ গ্রামগুলির প্রান্তিক মানুষদের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সরকার ও বন দফতরের প্রতি। ভোররাতে ফের হাতির হানায় আহত হলেন এক ব্যক্তি। এবার ঘটনাস্থল চুনপড়া গ্রাম।

বুধবার ভোর রাতে ঝাড়গ্রামের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিটের চুনপড়াতে হাতির আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি। সাঁকরাইল থানার বাসিন্দা আহত ঐ ব্যক্তির নাম জয়দেব হাওলাদার। সেই সঙ্গে মানিকপাড়া রেঞ্জে বালিভাষা বিটে টোল প্লাজার সামনে কসাফুলিয়া গ্রামে ৯টি হাতি রাতের বেলা তান্ডব চালায়। ৪টি বাড়ি ভেঙেছে। শিমুলডাঙায় বুধবার ভোর রাতে হামলা করে হাতির দল। ১০টি বাড়ি মাটিতে মিশেছে। ১১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত। স্থানীয়রা জানাচ্ছেন, এলাকায় ১০-১২ টি হাতির একটি দল রয়েছে। রাতে তারা খাবারের সন্ধানে হানা দিচ্ছে গ্রামগুলিতে।

আরও পড়ুন:  Elephant : জোড়া দাঁতালের হানায় সাফ রান্নাঘর, ভাঙলো দেওয়াল, আতঙ্কে গ্রাম

প্রসঙ্গত উল্লেখ্য, লোধাশুলি রেঞ্জের ভাওদা এলাকায় দিন কয়েক আগেই হাতি তাড়াতে গিয়ে আক্রমণের মুখে পড়ে দুইজন হুলা পার্টির সদস্যের মৃত্যু হয়। তারপর থেকে এলাকায় হুলা পার্টির সদস্য হাতি তাড়াতে আসছেন না বলে অভিযোগ। অন্যদিকে মন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, বন দফতরের তরফে হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন দফতরের তরফে সমস্ত রকম সাহায্য, ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Elephant Death : হাতি তাড়াতে গিয়ে মৃত্যু দুইজন হুলা পার্টির সদস্যের

(এই খবরের পূর্ববর্তী প্রকাশে “হাতির হানার মৃত্যু” বলে উল্লেখ করা হয়েছিল। যা সম্পূর্ণ রূপে ভুল তথ্য। সঠিক তথ্য “হাতির হানায় আহত”! প্রকাশিত পরিমার্জনে সেই তথ্য সংশোধন করে নেওয়া হল। তথ্য পরিবেশনায় উক্ত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য GNE Bangla-এর তরফে আমরা অত্যন্ত দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।) 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ