ফের মাওবাদী পোস্টার, এবার বাঁকুড়ায়, বীরভূমে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার ২

ফের মাওবাদী পোস্টার, এবার বাঁকুড়ায়, বীরভূমে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার ২

নাশকতার আশঙ্কায় জঙ্গলমহল জুড়ে হাই এলার্টের মাঝেই প্রায় প্রতিদিন উদ্ধার হচ্ছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। এবার বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙা বাস স্ট্যান্ডে মাওবাদীদের নামে বেশ কিছু পোস্টার মিলেছে।

জঙ্গলমহলে নতুন করে মাওবাদী আতঙ্ক ছড়াচ্ছে। নাশকতার আশঙ্কায় হাই এলার্টের কারনে বিভিন্ন জায়গায় চলছে চেকিং, তল্লাশি অভিযান। মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গার ভুসুদি গ্রাম ও গোয়ালডাঙা বাস স্ট্যান্ডে মাওবাদীদের নামাঙ্কিত বেশ কিছু পোস্টারের দেখা মেলে। উদ্ধার হওয়া পোস্টার গুলির মধ্যে একটি তে লেখা হয়েছে, “খেলা হবে, খেলা হবে। এবার তো আমরা খেলবো টিএমসি নেতাদের সঙ্গে। বড় হরি, হরি বোল!” অন্য একটি পোস্টারে সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ে সতর্ক করা হয়েছে এবং কিষেনজির মৃত্যুর বদলা চাই বলে ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Jhargram: চোরা শিকারীদের তীরে বিদ্ধ ‘রামলাল’, বন দপ্তরের কর্মীরা বের করলেন তীরের ফলা

অন্যদিকে মাওবাদী সন্দেহে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ বীরভূমের বোলপুরশান্তিনিকেতন থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের একজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র এবং দ্বিতীয়জন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়া। সোমবার খাতরা মহকুমা আদালত ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ