একদা নৈরাজ্যের পিড়াকাটায় সারা ভারত কৃষক সভার জেলা কাউন্সিল সভা

একদা নৈরাজ্যের পিড়াকাটায় সারা ভারত কৃষক সভার জেলা কাউন্সিল সভা

একদা মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পিড়াকাটাতে রবিবার অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সভা। সম্মান জানানো হল শালবনী ব্লকে মাওবাদীদের হাতে নিহত ৬২ জন বাম নেতা কর্মীকে৷

এইদিন সারা ভারত কৃষক সভার পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সভায় শালবনী ব্লক কমিটির ডাকে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। লাল পতাকা নিয়ে মিছিলে পা মেলান অসংখ্য কর্মী সমর্থক। এরপর সভা অনুষ্ঠিত হয় পিড়াকাটা কমিউনিটি হলে। ৬২ জন নিহত বাম কর্মী সমর্থকের পরিবারকে সমবেদনা জানি সম্মানিত করা হয় পুষ্পস্তবক দিয়ে। সেই সঙ্গে সাহায্যও করা হয়৷ উপস্থিত ছিলেন সম্পাদক মেঘনাদ ভূঁইয়া, সিপিএম-এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখরা।

আরও পড়ুন:  মানসিক ভারসাম্যহীন কিশোর হোমে ঠাঁই পেল, উদ্যোগে স্বেচ্ছাসেবীরা

নিজের বক্তব্যে সুশান্ত ঘোষ তীব্র আক্রমণ করেন রাজ্যের শাসক দল ও মাওবাদীদের৷ তিনি অভিযোগ করেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে মিডিয়াকে ব্যবহার করে একের পর এক খুন করা হয়েছিল।” তার আরও অভিযোগ, “লাল পতাকাকে উৎখাত করতে তৃণমূল ভাড়া করে এনেছিল মাওবাদী নেতা কিষেণজিদের।” মাওবাদী কার্যকলাপে গ্রেপ্তার হওয়া একজন নেতা এখন সরকারি উচ্চপদে আছেন বলেও কটাক্ষ করেন তিনি। শাসক দলের নেতাদের তাদের পাপের শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সিপিআইএম নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ