BRAKING NEWS

Heat Wave : বাঁকুড়া ৪৪.৩, মেদিনীপুর ৪২! জঙ্গলমহল জুড়ে পারদ-প্রতিযোগিতা

সারা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত। জঙ্গলমহলের জেলাগুলিতে চলছে পারদ প্রতিযোগিতা! আর প্রথম হয়ে চলেছে সেই বাঁকুড়া। নিয়মিত ভাবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলছে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা। পিছিয়ে থাকছে মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিও।

বৃহস্পতিবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বাঁকুড়ায়, ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস, কলাইকুন্ডায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুরে ৪২ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, মগরায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ডিগ্রি ৪২.৫ সেলসিয়াস, পানাগড়ে ৪৩.৯ ডিগ্রি, আসানসোলে ৪২.৯ ডিগ্রি।

এই কলকাতাতেও তাপমাত্রা অতিক্রম করে গিয়েছিল ৪০ ডিগ্রি। এছাড়া সল্টলেকে ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৪১.৬ ডিগ্রি, দমদমে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবারও জঙ্গলমহল সহ রাজ্যে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শনিবার থেকে ঝড়বৃষ্টির ফলে জঙ্গলমহল সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply