Panchayet Election : রণক্ষেত্র ভাঙড়, মনোনয়ন ঘিরে বোমাবাজি, পুলিশের কাঁদানে গ্যাস

img 20230613 125749

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মেলার মাঠ এলাকা। ভাঙড়ের বিডিও অফিসের সামনে সংঘর্ষে জড়ান আইএসএফতৃণমূল কর্মী সমর্থকেরা। এলাকায় বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি এবং বোমাবাজির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলাশাসকপুলিশ সুপারকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Paschim Medinipur : দিলীপ ঘোষের উদ্দেশ্যে স্লোগান তৃণমূলের, পাল্টা অভিবাদন বিজেপি নেতার

ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় সংঘর্ষ বাঁধে আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আইএসএফ-এর তরফে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও শাসক দল অভিযোগ অস্বীকার করেছে। সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং দুই পক্ষের বিরুদ্ধেই বোমাবাজি ও গুলিচালনার অভিযোগ উঠেছে। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করেও ইঁটবৃষ্টি ও বোমাবাজি হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদনে গ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও দুই দলের বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Panchayet Election : গণতান্ত্রিক পরিহাস! মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যে জুড়ে রাজনৈতিক উত্তেজনা

চিত্র- প্রতীকী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ