Medinipur Wild Boar : বন্য শূকরের হামলা, জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বেঘোরে মৃত্যু বৃদ্ধার

Medinipur Wild Boar : বন্য শূকরের হামলা, জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বেঘোরে মৃত্যু বৃদ্ধার

জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে বন্য শূকরের হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটা রেঞ্জের অন্তর্গত রঞ্জা বিটের রঞ্জার জঙ্গলে। মৃত বৃদ্ধার নাম আদরী বালা মাহাতো। বয়স আনুমানিক ৬৮-৭০ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনী ব্লকের ১ নং অঞ্চলের হাড়তোড়া এলাকা আদরী বালা দেবী শুক্রবার বিকেলে জঙ্গলে কাঠ কুড়োতে যান। সেই সময়ে তাঁকে বন্য শূকর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:  Medinipur Medical College : বিড়ালের দৌরাত্ম্য মেদিনীপুর মেডিকেল কলেজে, ক্ষুব্ধ রোগী ও পরিজনেরা

সাম্প্রতিক সময়ে পশ্চিম মেদিনীপুরঝাড়গ্রামহাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু বন্য শূকরেরা সচরাচর আক্রমণ করে না বলেই অভিমত বন দফতরের। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরের তরফে মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ