Pingla : সংখ্যালঘু চার মহিলা সহ সিপিএম নেত্রীর উপর হামলা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Pingla : সংখ্যালঘু চার মহিলা সহ সিপিএম নেত্রীর উপর হামলা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

চার জন সংখ্যালঘু মহিলা সহ সিপিএম-এর এরিয়া কমিটির সদস্যার উপর হামলা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ক্ষীরাই গ্রামপঞ্চায়েত এলাকার জোড়াবাঁধ গ্রামে। পিংলা থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ না করার অঅভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে অভিযোগ, মেদিনীপুর মেডিকেল কলেজের তরফে আহতদের মাথায় আঘাত থাকা সত্ত্বেও প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টিসময় তৃণমূলের ব্লক সভাপতি সেখ সবেরাতির নেতৃত্বে তার অনুগামী তৃণমূলের ব্লক নেতা জাকির আলি ও অন্যান্য ২৫-৩০ জন তৃণমূল কর্মীর দল রড, লাঠি সহ জোড়াবাঁধ গ্রামে সিপিএম-এর এরিয়া কমিটির সদস্যা রীনা বিবির বাড়িতে ঢুকে হামলা চালায় ও শ্লীলতাহানি করে। তাঁর চিৎকারে প্রতিবেশি কয়েকজন মহিলা ছুটে এলে তাঁদের উপরেও হামলা চালানো হয় ও ধর্ষণের চেষ্টা হয়। আক্রান্ত রীনা বিবির স্বামী ওসমান আলির অভিযোগ, ঝড়বৃষ্টির কারণে তিনি ঘটনার সময় রাস্তায় আটকে পড়েছিলেন। ঘটনার সময়ে তাঁর দাদা ব্যবসায়ী এসাক আলি আক্রান্তদের বাঁচাতে ছুটে এলে তাঁর উপরেও হামলা চলে, মারধোর করা হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ সহ ৯০ হাজার টাকা লুঠ করা হয়।

আরও পড়ুন:  CPIM Scam : সিপিএম-এর ‘অবৈধ’ চাকরির হদিস পেতে ই-মেল আইডি, অভিনব ঘোষণা কুণাল ঘোষের

পিংলা থানার পুলিশ খবর পেয়ে এলাকায় এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু অভিযোগ, তৃণমূল নেতা বিধায়ক অজিত মাইতির নির্দেশে পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। আহতদের পিংলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। রীনা বিবির মাথা ফাটায় মাথায় সেলাই দেওয়া হয়েছে। তাঁর হাত পায়ের হাড়ে চিড় ধরেছে বলেও অভিযোগ। অন্যদিকে অভিযোগ আনা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীদের বিরুদ্ধেও। অভিযোগ, মাথায় আঘাত থাকা সত্ত্বেও আহতকে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ, আক্রান্তদের কোনো অভিযোগ না নিয়ে আক্রমণকারী তৃণমূল নেতাদের অভিযোগ গ্রহণ করে আক্রান্তদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ