BRAKING NEWS

Elephant Attack at Jhargram : কুচলে দিল হাতি! ফের হাতির আক্রমণে আহত এক ব্যক্তি

হাতি ও মানুষের সংঘাত নিয়ন্ত্রণে কিছুদিন আগেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পশ্চিম মেদিনীপুরে একাধিক পদক্ষেপের বার্তা দিয়েছিলেন। তারই মধ্যে ফের হাতির আক্রমণ। ঝাড়গ্রামের কেশররেখা রেঞ্জের অন্তর্ভুক্ত বালিগেড়িয়া বিটের তুলসীবনিতে হাতির আক্রমণে আহত হলেন এক ব্যক্তি।

জঙ্গলমহলে হাতির আক্রমণ হয়েই চলেছে। বুধবার সকালে ০৬:৪৫ নাগাদ ঝাড়গ্রামের কেশররেখা রেঞ্জের অন্তর্ভুক্ত বালিগেড়িয়া বিটের তুলসীবনিতে হাতির আক্রমণে আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সিরু সরেন। তিনি নয়াগ্রাম থানার রাইপাল গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ঐ ব্যক্তি।

Medinipur Weather : বসন্তের বৃষ্টিনির্ঘোষ! ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ভিজবে বৃষ্টিতে

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে ‘বন বান্ধব উৎসব’ পালিত হয় পশ্চিম মেদিনীপুরের গোপগড় ইকোপার্কে। উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের কথা জানিয়ে ছিলেন তিনি। তিনি জানিয়ে ছিলেন, হাতির হানা রুখতে করিডর তৈরি হবে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও। যে হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না বনদপ্তর, সেইগুলিকে ট্রাঙ্কুলাইজ করা হবে। হাতির জন্ম নিয়ন্ত্রণ নিয়েও সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। এখন দেখার হাতির আক্রমণের ঘটনা বারংবার ঘটে চলা আটকাতে এবং পদক্ষেপগুলির বাস্তবায়নে রাজ্য সরকার ও বন দফতর কতটা তৎপর হয়।

Jhargram : পুলিশকে সিসিটিভি প্রদান গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির, নিরাপত্তা জোরদারে উদ্যোগ