Medinipur : মেদিনীপুর সরগরম! অগ্নিমিত্রার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

Medinipur : মেদিনীপুর সরগরম! অগ্নিমিত্রার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

অভিযোগ পাল্টা-অভিযোগকে কেন্দ্র করে সরগরম মেদিনীপুর! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গিয়ে থানার গেটে তালা লাগিয়ে বিক্ষোভে বসেছিলেন বিজেপি বিধায়িকা তথা মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতাকর্মীরা। এবার থানার গেটে তালা লাগানো-সহ ডিউটি অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে অগ্নিমিত্রা পাল-সহ ১৬ জনের নামে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হল কোতোয়ালি থানায়।

ঘটনার সূত্রপাত বুধবার। ‘রামনবমী নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী’, এই অভিযোগ এনে বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন লোকসভা ভোটে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 13/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

Lok Sabha 2024 : তৃণমূলের খেলা শেষ, বাংলায় বড় জয় বিজেপির, বলছে সমীক্ষা

অভিযোগ, ডিউটি অফিসার অগ্নিমিত্রার অভিযোগ গ্রহণ করতে চাননি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী। পুলিশকে আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে। পুলিশের অভিযোগ না নেওয়ার প্রতিবাদে থানার গেট বন্ধ করে, তালা ঝুলিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা সহ বিজেপি নেতাকর্মীরা। এরপরে ঘটনাস্থলে আসেন একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্তা।

আরও পড়ুন:  ৪৫০ টাকায় গ্যাস দেবে বিজেপি সরকার, প্রতিশ্রুতি শুভেন্দুর

সেই ঘটনার প্রেক্ষিতে এবার পদক্ষেপ নিল পুলিশ। কোতোয়ালি থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দেওয়া, দুর্ব্যবহার, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া-সহ একাধিক অভিযোগে অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস, জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক-সহ ১৬ জন বিজেপি নেতা ও কর্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

তার মধ্যে রয়েছে জামিন অযোগ্য ধারাও। সেই সঙ্গে ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ