Medinipur : মেদিনীপুর মেডিকেলে ১০০ শয্যার ক্রিটিকাল ইউনিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ দিলেন ডাক্তার-নার্স-প্রশাসনকে

Medinipur : মেদিনীপুর মেডিকেলে ১০০ শয্যার ক্রিটিকাল ইউনিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ দিলেন ডাক্তার-নার্স-প্রশাসনকে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার ওড়িশা সফরের পর মেদিনীপুর মেডিকেলে চিকিৎসাধীন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে দুর্ঘটনার পরেই পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন, ডাক্তার, নার্স, চিকিৎসাকর্মীদের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদজ্ঞাপন করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১০০ শয্যা বিশিষ্ট ক্রিটিকাল ইউনিট তৈরি হবে।

মঙ্গলবার বেলা ৫:২৫ মিনিট নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সন্ধ্যা ৬ টা নাগাদ তিনি হাসপাতাল থেকে প্রস্থান করেন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি জানান, ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে এখনও ৬১ জন ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেলে। তাঁদের মধ্যে বিহারের ১৬ জন। মুখ্যমন্ত্রী দুর্ঘটনার পর থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন, চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের ভূমিকার প্রশংসা করে ধন্যবাদ জানান। কটক, ভুবনেশ্বর, বালেশ্বরের মতো একাধিক জায়গায় ক্যাম্প করে রাজ্যের প্রায় ৪০ জন আধিকারিক কাজ করছেন সেই বিষয়টিরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বিশেষ ভাবে উল্লেখ করেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক সুমন সৌরভ মহন্তির নাম, যিনি ঘটনার পর থেকেই ওড়িশায় থেকে কাজ করে চলেছেন।

আরও পড়ুন:  Odisha Train Accident : সিবিআই তদন্তের সুপারিশ রেলের, ‘ঘটানো হয়েছে’ ঘোষণা রেলমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও জানান, “মৃত পরিবারের সদস্যদের আগামীকাল ডাকা হচ্ছে, তাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। খুব সিরিয়াস আহতদের ১ লক্ষ টাকা, তার থেকে অল্প সিরিয়াসদের ৫০ হাজার, তার চেয়ে কম আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।” এছাড়া এই রাজ্যের যতজন যাত্রী ছিলেন তাঁদের মধ্যে ট্রমা রয়েছে, তাঁদের এককালীন ১০ হাজার টাকা এবং আগামী চার মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে খাদ্য সামগ্রীও দেওয়া হবে। মৃতদের এবং দুর্ঘটনায় আহত হয়ে যাঁরা কর্মক্ষমতা হারিয়েছেন তাঁদের প্রত্যেকের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের

এরপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, “১০০ বেডের ক্রিটিক্যাল ইউনিট করে দিচ্ছি এখানে। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মাদার এন্ড চাইল্ড হাব হবে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজের ক্যান্সার সেন্টার হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর। তিনি জানান, দুর্ঘটনায় আহতরা অল্প সুস্থ হলে চিকিৎসকদের পরামর্শ মতো তাঁরা যে জেলার বাসিন্দা তার নিকটস্থ বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ