Train update: কুড়মিদের তৃতীয় দিনের আন্দোলনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

Train update: কুড়মিদের তৃতীয় দিনের আন্দোলনে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

কুড়মি জাতিকে (Kurmi) তফসিলি জনজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তি প্রভৃতি একাধিক দাবি নিয়ে রেল(Train) ও সড়ক অবরোধ নেমেছেন কুড়মিরা (Kurmi)। ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় চলছে রেল অবরোধ। বৃহস্পতিবার সেই আন্দোলন তৃতীয় দিনে পদার্পণ করলো। আন্দোলনের জেরে বৃহস্পতিবারও বহু ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে।

প্রতিবাদ কর্মসূচির কারনে বৃহস্পতিবার ২২.০৯.২০২২ বাতিল ট্রেনগুলি-

১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস
১২০২১ হাওড়া-বারবিল জনশতাব্দি এক্সপ্রেস
১২০২২ বারবিল-হাওড়া জনশতাব্দি এক্সপ্রেস
২২৮৬১ হাওড়া-কাঁটাবাঁজি এক্সপ্রেস
১৩৩০১ ধানবাদ-টাটানগর এক্সপ্রেস
১৩৩০২ টাটানগর-ধানবাদ এক্সপ্রেস
১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস
১৮১৮৪ দানাপুর-টাটানগর এক্সপ্রেস
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস
১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস
১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
০৮০৪৯ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
০৮০১৫ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
০৮০৫৫ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
০৮৬৯৭ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস
০৮০৬০ টাটানগর -খড়গপুর স্পেশাল
০৮১৬২ চক্রধরপুর-টাটানগর স্পেশাল
০৮১৭৪ টাটানগর-আসানসোল স্পেশাল
০৮১৬০ টাটানগর -খড়গপুর স্পেশাল
০৮০১৪/০৮০১৩ চক্রধরপুর-টাটানগর-চক্রধরপুর স্পেশাল
০৮১৬১ টাটানগর-চক্রধরপুর স্পেশাল
০৮০৭২ টাটানগর-খড়গপুর স্পেশাল

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:  Kharagpur: ৬৭ তম রেলসপ্তাহ পালন, পুরস্কৃত হলেন খড়গপুর ডিভিশনের ৪১২ জন রেলকর্মী

বিকল্প পথে যাত্রা করবে যে ট্রেনগুলি-

১২৮১৯ ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস (২১.০৯.২০২২ তারিখে যাত্রা করা ট্রেনটি)

২২.০৯.২০২২ তারিখে অন্তিম স্টেশন পর্যন্ত যাবে না এবং প্রাথমিক স্টেশন থেকে যাত্রা শুরু করবে না যে ট্রেনগুলি-

১২৮২৭ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে
১২৮১৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে যাত্রা শুরু করবে
১৮০৩৫ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে এবং আদ্রা থেকে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন হিসাবে খড়গপুর ফিরে আসবে
১৮০৮৫ খড়গপুর-রাঁচি এক্সপ্রেস আদ্রা পর্যন্ত যাবে
১৮০৮৬ রাঁচি-খড়গপুর এক্সপ্রেস আদ্রা থেকে যাত্রা শুরু করবে
০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম স্পেশাল খড়গপুর পর্যন্ত চলবে এবং ফিরতি পথে খড়গপুর থেকে যাত্রা শুরু করবে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ