Paschim Medinipur : বামফ্রন্টের জেলা পরিষদের প্রার্থীতালিকা প্রকাশ, বাড়তে পারে মনোনয়নের সময়সীমা

Paschim Medinipur : বামফ্রন্টের জেলা পরিষদের প্রার্থীতালিকা প্রকাশ, বাড়তে পারে মনোনয়নের সময়সীমা

রাজ্যে ঘোষিত হয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট। তারপরেই পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলা বামফ্রন্টের তরফে প্রকাশিত হল জেলা পরিষদের প্রার্থী তালিকা। জেলা পরিষদের মোট ৬০টি আসনের মধ্যে মোট ৫২টি আসনে এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জেলা বামফ্রন্ট।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেদিনীপুর সদর ব্লকের ২৪ নম্বর আসনে মহিলা প্রার্থী সিপিআই এর শ্রাবণী মাইতি খাড়া, ২৬ নম্বর এসসি মহিলা আসনে সিপিআইএম প্রার্থী শেফালী বাঁশি। খড়গপুর ১ নম্বর ব্লকে ২৭ নম্বর এসসি আসনে সিপিএম প্রার্থী বিকাশ ঘোড়ই, ঐ ব্লকে ২৮ নম্বর ও ২৯ নম্বর এসটি মহিলা আসনে যথাক্রমে অমিত বেরা, ঠাকুর মণি মান্ডি। খড়গপুর ২ ব্লকে ২১ নম্বর মহিলা, ২২ নম্বর এসটি মহিলা আসনে প্রার্থী যথাক্রমে সিপিআইএম এর কাকলি সাউ ও আলপনা সাউ।

আরও পড়ুন:  Medinipur : মেদিনীপুর মেডিকেলে ১০০ শয্যার ক্রিটিকাল ইউনিটের ঘোষণা মুখ্যমন্ত্রীর, ধন্যবাদ দিলেন ডাক্তার-নার্স-প্রশাসনকে

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৮ জুলাই রাজ্যে একদফায় পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে সরকারি কার্যক্রম দিন ৫টি। মনোনয়নের সময়সীমা সহ একাধিক বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের করেছে বিজেপি ও কংগ্রেস। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পর্যাপ্ত নয়। সময়সীমা বৃদ্ধি করা উচিৎ বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ