Anubrata Daughter: স্কুলে না গিয়েই বেতন, হাজির না হলেও হাজিরা, অভিযোগ অনুব্রত-কন্যা সুকন্যার বিরুদ্ধে

Anubrata Daughter: স্কুলে না গিয়েই বেতন, হাজির না হলেও হাজিরা, অভিযোগ অনুব্রত-কন্যা সুকন্যার বিরুদ্ধে

তাঁর নামে নাকি রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি, রাইস মিল, বি.এড কলেজ, বেসরকারি কোম্পানি। এবার উঠে এল নতুন তথ্য। দশ বছর ধরে নাকি তিনি স্কুল শিক্ষিকা, কিন্তু প্রয়োজন পড়তো না স্কুল যাওয়ার। অথচ মাসের শেষে বেতন মিলতে কোনো অসুবিধা হত না। কথা হচ্ছে গরু পাচার কান্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডলকে নিয়ে।

গরু পাচার কান্ডে অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতিঅভিযোগ উঠে আসছে রাজনৈতিক সূত্রে। যদিও GNE Bangla-র তরফে অভিযোগগুলির সত্যতা যাচাই করা হয়নি। অনুব্রত মন্ডল ছাড়াও তাঁর কন্যা সুকন্যা মন্ডলের একাধিক ক্ষেত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বোলপুর সন্নিস্থিত কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ সালে শিক্ষিকা হিসেবে যোগদান করেন অনুব্রত-কন্যা সুকন্যা। যদিও স্থানীয়দের অভিযোগ, সুকন্যাকে স্কুলে আসতে দেখা যেত না। সেই সঙ্গে আরও অভিযোগ, হাজিরা খাতা নাকি পৌঁছে যেত তাঁর বাড়িতে। বেতনও পেতেন নিয়মিত। ইতিমধ্যে গুঞ্জন ছড়ায়, সুকন্যা মন্ডল নাকি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে জানা গিয়েছে এই গুঞ্জনের সত্যতা নেই।

আরও পড়ুন:  ম্যাচ গড়াপেটার অভিযোগ ভারতীয় ফুটবলে, তদন্তে সিবিআই

অন্যদিকে বুধবার সকালে অনুব্রতর বাড়িতে গিয়ে সিবিআই সুকন্যা মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস দিয়েছে। বুধবার সকালে মহিলা আধিকারিক সহ সিবিআই আধিকারিকরা বোলপুরে অনুব্রতর বাড়িতে এসে তাঁর কন্যাকে নোটিশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ