Medinipur DSA : ক্রীড়া সংস্থার ভোটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ২০টি আসনে ৫০টি মনোনয়ন

Medinipur DSA : ক্রীড়া সংস্থার ভোটে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ২০টি আসনে ৫০টি মনোনয়ন

মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার (Medinipur DSA) ভোটে ২০টি আসনে ৫০টি মনোনয়ন জমা পড়েছে। বিরোধীদের অভিযোগ, এত বেশি সংখ্যক মনোনয়ন জমা পড়ার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থায় (Medinipur DSA) প্রায় ৪ দশক পরে হতে চলেছে ভোট।

মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালন সমিতি গঠনকে কেন্দ্র করে উঠেছে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের দিকে। জেলা ক্রীড়া সংস্থার ভোটে ২০টি আসনে মোট ৫০টি মনোনয়ন জমা পড়েছে। তাদের মধ্যে তৃণমূলের তরফে প্রায় ৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে সূত্রের খবর। মনোনয়ন জমা দিয়েছেন, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সন্দীপ সিংহ, তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ ও আশিস চক্রবর্তী, মেদিনীপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী প্রমুখরা।

আরও পড়ুন:  Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

বিরোধীদের অভিযোগ, ৫০টি মনোনয়নের মধ্যে ৪২ জন তৃণমূলের হওয়ার কারণ মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া ও তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার অন্তর্দ্বন্দ্ব। যদিও তৃণমূলের তরফে দলের গোষ্ঠীদ্বন্দ্বর অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ এমনও অভিযোগ উঠেছে, মনোনয়ন জমা দিয়েছেন যারা তাদের সাথে ক্রীড়া জগতের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন:  Akhil Giri : ফের ক্ষমাপ্রার্থনা অখিল গিরির, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের জন্য “অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”

অন্যদিকে ক্রীড়া সংস্থায় ভোট আগামী ২০ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আগামী বুধবার। রাজনৈতিক মহলের ধারণা দল পঞ্চায়েত ভোটের আবহে সংঘাত প্রশমনে উদ্যোগী হলে অনেক মনোনয়ন প্রত্যাহার হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ