Paschim Medinipur : ‘বাংলার মানুষের টাকা দিচ্ছে না কেন্দ্র”, নারায়ণগড়ে আক্রমণ অভিষেকের

Paschim Medinipur : 'বাংলার মানুষের টাকা দিচ্ছে না কেন্দ্র", নারায়ণগড়ে আক্রমণ অভিষেকের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তারই প্রচারে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মঙ্গলবার আয়োজিত হয়েছিল জনসভা৷ সেই জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি।

এইদিন অভিষেক ঘোষণা করেন, প্রত্যেক দু মাস অন্তর তিনি মেদিনীপুরে আসবেন। তিনি অভিযোগ করেন, “১০০ দিনের কাজের টাকা, আবাস এর টাকা সব আটকে রেখেছে কেন্দ্র। বাংলা এক মাত্র রাজ্য, যে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্র।” তিনি বলেন, “২০১৯ সালে এখানে বিজেপিদিলীপ ঘোষ জিতেছিলেন। কিন্তু আজ পর্যন্ত কোনদিন কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলার ১০০ দিনের টাকা ফেরত দেওয়ার জন্য বলেননি।”

আরও পড়ুন:  Paschim Medinipur : ভোটের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দল, রক্তাক্ত কেশপুর

অভিষেক আরও বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী দু’বার প্রধনমন্ত্রীর কাছে গিয়ে আবেদন করেছেন টাকা দেওয়ার জন্য। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে তৃণমূলের একাধিক সাংসদ বাংলার টাকা ছাড়ার জন্য বারবার বৈঠক করেন।” তাঁর হুঁশিয়ারি, বাংলার টাকা আদায়ের জন্য বাংলা থেকে ১০ লক্ষ মানুষকে দিল্লি নিয়ে গিয়ে দিল্লির মাটিতে আন্দোলন করবেন টাকা আদায়ের জন্য।” ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের কটাক্ষ, “বাংলার মানুষের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র সেন্ট্রাল ভিস্তাতে খরচ করছে ২০ হাজার কোটি টাকা!”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ