তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী

তৃণমূল কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী

তৃণমূলের লোককে খুন করার অভিযোগ উঠলো তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার খড়াসিনপুর গ্রামে। তৃনমুল কংগ্রেসের ময়ূরেশ্বর গ্রামপঞ্চায়েতের সদস্যকে খুন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম কাজী নূরুল হাসান ওরফে আকাশ। গতকাল তিনি বিকালে বাড়ি থেকে বেরিয়ে মল্লারপুর আসেন। তারপর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তার মোবাইলে কল করেন তার স্ত্রী। সেইসময় পুলিশ তাদের জানায় কাজী নূরুল হাসানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

এরপর রাতে হাসপাতালে এসে আশঙ্কাজনক অবস্থায় কাজী নুরুল হাসানকে দেখেন তার বাড়ির লোকজন। এরপর রাতেই তিনি মারা যান। এদিকে মৃতের স্ত্রী ও কাকার অভিযোগ কাজী নূরুল হাসানকে খুন করা হয়েছে। তৃনমুল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে খুন করা হয়েছে বলে দাবী তাদের।

আরও পড়ুন:  Mamata Banerjee : অখিলের হয়ে ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর, অবশেষে মুখ খুললেন মমতা

মৃতের স্ত্রী জানিয়েছেন,’গতকাল বিকেলে আমার স্বামী ময়ূরেশ্বরের বাড়ি থেকে বেড়িয়ে মল্লারপুর আসে। এরপর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করি। তখন এক পুলিশ জানান আমার স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর রাতে আমার স্বামীর মৃত্যু হয়। আমার স্বামীকে খুন করা হয়েছে’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ