Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* আজ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। এদিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। বাতাসে আর্দ্রতা থাকায় ফের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। যা নিম্নচাপে পরিণত হওয়ার ফলে আগামিকাল ওই এলাকায় নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা শক্তি বাড়াতে পারে এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশা উপকূলে এসে পৌঁছবে কিনা তা এখনই বলতে পারছেন না আবহাওয়া বিজ্ঞানীরা।

* ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হতে চলেছে। বৃহস্পতিবার এসএসসির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। SSC’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্রুত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে। নিয়ম মেনেই নবম-দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে এবং একাদশ-দ্বাদশ শ্রেণি অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরের জন্য আলাদা আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রসঙ্গত কত শূন্য পদ, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে বিজ্ঞপ্তিতে। নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, নোটিস দিল এসএসসি ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

* বৃহস্পতিবার প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজনৈতিক দলের কথা যা রটেছিল, তা সত্য নয়।তাঁর দাবি, তিনি এখনও কোনও রাজনৈতিক দল তৈরির পরিকল্পনা করেননি। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়ে দিয়েছেন পিকে। তবে, বিহারের জন্য নিজের বড় পরিকল্পনার কথা জানালেন তিনি।এদিন প্রশান্ত কিশোর বলেন, ”৯০ শতাংশর বেশি মানুষ বিহারের জন্য নতুন কিছু ভাবছে। আমি কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক মঞ্চ ঘোষণা করছি না। আগামী দিনে আমি পদযাত্রা করব, ৩০০০ হাজার কিলোমিটার রাস্তা পায়ে হাঁটব ,জন সুরজ সম্পর্কে বিহারের মানুষ জানতে চাইলে তাদের বাড়ি যাব, অফিসে যাব।

* গত বছর ঠিক এই দিনেই তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বর্ষপূর্তি বৃহস্পতিবার। এই দিনটির উদযাপনে আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।এদিন নাম না করে অমিত শাহর সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। আমরা করি লক্ষ্মীর ভাণ্ডার, ওরা করে কুৎসার ভাণ্ডার’। সিপিএমের উদ্দেশেও তাঁর তোপ, ”আগে যাঁরা বাম ছিল, আজ তাঁরা সবাই বিজেপিতে নাম লিখিয়েছেন।”নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন নিজে হাতে তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

* চারবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২২ এর প্লেঅফের রেস থেকে প্রায় বাইরে। এই মৌসুমে, চেন্নাই এখন পর্যন্ত ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছেন। লিগের ১৫ তম মরসুমে সিএসকে-র খারাপ পারফরম্যান্সের কারণও ছিল অধিনায়ক পরিবর্তন। মরসুম শুরুর আগে ধোনি সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দেন এবং রবীন্দ্র জাদেজাকে দলের নেতৃত্ব দেওয়া হয়। কিন্তু টানা পরাজয়ের পর জাদেজাও অধিনায়কত্ব ফিরিয়ে দেন ধোনির হাতে। যাইহোক, এখন অনেক দেরি হয়ে গেছে এবং সিএসকে আউট হওয়া নিশ্চিত। এদিকে, প্রাক্তন টিম ইন্ডিয়া ওপেনার বীরেন্দ্র শেহবাগ মনে করেন যে সিএসকে প্রাথমিকভাবে জাদেজাকে অধিনায়ক হিসাবে নিয়োগ করে ভুল করেছে। তিনি বলেছিলেন যে ধোনি যদি প্রথম থেকেই অধিনায়ক থাকতেন তবে সিএসকে এত ম্যাচ হারতে পারত না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ