তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের৷ তাঁর ও তাঁর স্ত্রী টগরি সাহার নামে থাকা বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বোলপুরের বিভিন্ন মৌজায় ১৩০ কাঠার বেশি জমি রয়েছে জীবনকৃষ্ণের। সাঁইথিয়ায় বাড়ি, জমি, হিমঘর, চালকল ছাড়াও সাঁইথিয়া পুরসভা এলাকাতেও জমি রয়েছে বলে জানা গিয়েছে। জমি রয়েছে বিধায়কের স্ত্রীয়ের নামেও। সিবিআই সূত্রের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে বিধায়ক এজেন্ট হিসাবে কাজ করেছেন। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকাও তুলেছেন বলে অভিযোগ।

জনপ্রিয় খবর:  Abhishek CBI : সিবিআই এর নোটিশ অভিষেককে, করতে চায় জিজ্ঞাসাবাদ

গত শুক্রবার দুপুরে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই হানা দেয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। সোমবার ভোর ৫ টা নাগাদ গ্রেপ্তার করা হয় বিধায়ককে। তাঁর বাড়ি থেকে বহু নিয়োগপ্রার্থীর তথ্য ছাড়াও এসএলএসটি নিয়োগে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রের দাবি।