Breaking news 2/8/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 2/8/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ট্যুইট করে জানিয়েছেন বিরোধী দলনেতা৷ তিনি নিজেই জানিয়েছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং সিএএ নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ১০০ জন তৃণমূল কংগ্রেস নেতার নামের তালিকা তুলে দিয়েছি। এর মধ্যে চারজন বিধায়ক। তাঁদের লেটারহেডে দিয়েছি প্রমাণের জন্য। এঁদের জেরা করার সুপারিশ করেছি। এই ১০০ জনের সকলেই ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। জানা গিয়েছে, দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা আছে। বিরোধীদের অভিযোগ, বাংলায় ইডি সক্রিয় হয়ে ওঠায়, গোপন বোঝাপড়ার জন্য দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

জোকা ইএসআই থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে এদিন বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় হুইল চেয়ারে চড়ে। চারিপাশ ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। তারই মধ্যে জুতো উড়ে এল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে। জানা গেছে, যিনি জুতা ছুঁড়েন সেই মহিলার নাম শুভ্রা ঘড়ুই, বাড়ি আমতলায়। যদিও তাঁর ছোড়া জুতো পার্থের গায়ে লাগেনি। আর তাই মহিলা আক্ষেপ, জুতোটা ওর টাকে লাগলে শান্তি পেতাম। তিনি আমতলা থেকে জোকা হাসপাতালে এসেছিলেন এক আত্মীয়ের চিকিৎসার জন্য। ওই আত্মীয় হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন, কেন জুতো ছুঁড়ে মারলেন? গর্জে উঠলেন মহিলা,কেন জুতো মেরেছি জানেন না? জনসাধারণ, গরিব মানুষের থেকে টাকা নিয়েছে, তারপর ফ্ল্যাট কিনেছে ওই কোটি কোটি রাখার জন্য! তাঁর অভিযোগ,ওনাকে এসি গাড়ি চরানো হচ্ছে? হুইলচেয়ারে বসানো হচ্ছে! ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। আমি আরও খুশি হতাম, জুতোটা যদি ওনার টাকে লাগত!

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

ন্যাশনাল হেরাল্ড মামলায় এদিন দিল্লির একাধিক জায়গায় অভিযানে নামে ইডি। সূত্রের খবর, টাকা নয়ছয় মামলায় দিল্লিতে কংগ্রেসের মালিকানাধীন ন্যাশনাল হেরাল্ড পত্রিকার অফিস সহ ১২টি জায়গায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তদন্তকারী সংস্থা কলকাতার বেশ কয়েকটি স্থানেও অভিযান নেমেছে। এই মামলায় এর আগে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

এসএসসি দুর্নীতিকাণ্ডে বিপুল টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি৷ অর্পিতাকে হাসপাতালে ঢোকানোর সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, উদ্ধার হওয়া বিপুল টাকা কার? সেই প্রশ্নের জবাবে অর্পিতা বলেন,এই টাকা আমার নয়৷ আমার অনুপস্থিতিতে এবং আমার অজান্তে এই টাকা ঢোকানো হয়েছে৷ আর অর্পিতার এই মন্তব্যের পর, নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ