Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* বাঁকুড়ার শালতোড়াতে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দামোদরের চাঁদবাক চরের জলে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে আসে ওই কচ্ছপ। পরে কচ্ছপটি উদ্ধার করে শালতোড়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন বনদফতরের আধিকারিক ও কর্মীরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটির নাম আমেরিকান রেড ইয়ার্ড স্লাইডার (Red-eared sliders) বা আমেরিকার রাক্ষুসে কচ্ছপ।

* তৃণমূলনেত্রীকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর “বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে মানুষের নেত্রী হয়েছিলেন। আজ আপনার নেতৃত্বেই বাংলায় সন্ত্রাস চলছে। অর্থাৎ সন্ত্রাসকে হাতিয়ার করে ক্ষমতায় টিকে রয়েছেন আপনি। একদিন সন্ত্রাসের মোকাবিলা করতে এসেছিলেন। আজ ক্ষমতায় থাকার জন্য সন্ত্রাসকে হাতিয়ার করছেন।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১/১২/২০২২

* বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সিবিআই তদন্তকে প্রভাবিত করার অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

* রবিবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদিকে বলো’র মতো কর্মসূচি হাতে নিতে চলেছে রাজ্য সরকার।শিলিগুড়িতে সেই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

* রাজ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ এগিয়ে চলেছে। আর কয়েকদিন পরই উদ্বোধন হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবথেকে আধুনিক স্টেশন শিয়ালদহের। নিউ টাউনের বক্স ব্রিজ থেকে চিনার পার্ক পর্যন্ত ১০ কিলোমিটারে ৯টি স্টেশন হয়েছে। সেই ৯ স্টেশনের নামকরণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ও হিডকোর প্রস্তাব মেনে। মেট্রো কর্তৃপক্ষ সেই ৯ স্টেশনের নাম মেনে নিয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২/১২/২০২২

* দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের দোরগোড়ার এসে শেষ বলে হারতে হল ভারতকে। যার ফলে মহিলা বিশ্বকাপ ২০২২ থেকে ছিটকে গেলেন ভারতের মহিলা দল।

* ট্রেন ঢোকার কথা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে৷ কিন্তু রেল লাইনের পয়েন্টের গন্ডগোলে তা ঢুকে গেল দু’ নম্বরে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মধ্যমগ্রাম স্টেশনে৷ ঘটনার জেরে দু’ ঘণ্টারও বেশি সময় ধরে বনগাঁ- শিয়ালহ শাখার ডাউন লাইনে (Local Train) ট্রেন চলাচল ব্যাহত হল৷

* সিবিআই তদন্তের মাঝেই সাঁইথিয়ার বাতাসপুরে বগটুইকাণ্ডে স্বজনহারাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ