Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডল থেকে জানা গেছে ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে’কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

* পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ ইউ এর ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতার বিভিন্ন রাস্তায় বাম কর্মীসমর্থকদের প্রতিবাদ কর্মসূচিতে বন্ধ হয় যান চলাচল।

* বড় দুর্ঘটনা এড়াল স্পাইসজেটের বিমান। বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন বিমানযাত্রীরাও। বিপত্তি ঘটেছিল ডানা মেলার আগেই। ওড়ার আগের মুহূর্তে রানওয়েতে পিছতে গিয়ে বিমানবন্দরে (Delhi airport) বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে বিমানটি। ধাক্কার অভিঘাতে বিদ্যুতের খুঁটিটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি হয় বিমানটিরও। এর পর, স্পাইসজেটেরই অন্য বিমানে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওনা দেন যাত্রীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

* করোনার দৈনিক সংক্রমণ কমতে কমতে নেমে এসেছে ২ হাজারের নিচে ৷ তাই সমস্ত দিক পর্যালোচনা করে কোভিড কলার টিউন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্রীয় সরকার।

* এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। সোমবার দুপুরে বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

* সকাল থেকে আকাশ পরিষ্কার, তবে ভ্যাপস গরম রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

* প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর স্লো ওভার রেটের জন্য জরিমানাও করা হল মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে৷ মোট ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল রোহিতকে।

* রামপুরহাটের বগটুই কাণ্ডের ঢেউ আছড়ে পড়ল বিধানসভায়। সোমবার দিনের শুরুতেই বিজেপি (BJP) বিধায়কদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভার অন্দর। এর পর হাতাহাতি শুরু হয়ে যায় বিজেপি ও তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে। আহত হয়েছেন বেশ কয়েক জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ