Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* রামপুরহাটের ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর, তিনি বলেন মারল তৃণমূল, মরল তৃণমূল, জেলেও গেল তৃণমূল, মুখ্যমন্ত্রী এসে টাকা বিলি করলেন।

* বড়সড় দুর্ঘনার হাত থেকে রক্ষা পেলেন হাওড়া গামী ডাউন ফলকনুমা এক্সপ্রেসের যাত্রীরা৷ এ দিন পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে কাপলিং ভেঙে চলন্ত ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলকনুমা এক্সপ্রেসের তিনটি কামরা৷

* আসানসোল নির্বাচনের আগে জোরদার নাকা চেকিং ৷ বীরভূমের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার প্রায় সাড়ে চার লক্ষ টাকা ৷ পুলিশ সূত্রে খবর, ওই টাকার সঠিক উৎস সম্পর্কে কিছুই বলতে পারেননি ধৃত ব্যক্তি ।

* রামপুরহাটের বগটুইতে নমুনা সংগ্রহে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ডিআইজি সিবিআই অখিলেশ সিং নেতৃত্বে ২০ জন আধিকারিক বগটুই গ্রামে যান। সঙ্গে ছিলেন সিবিআইয়ের ফরেনসিক টিম CFSL-এর আধিকারিকরাও।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৩/১১/২০২২

* কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা দুদিনের ধর্মঘট রুখতে রাজ্যে কড়া ব্যবস্থা নিল নবান্ন। ওই দুদিন রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল বলে ঘোষণা করেছে তৃণমূল প্রশাসন। শুক্রবার এক সার্কুলারে বলা হয়েছে ২৮ এবং ২৯ মার্চ রাজ্য সরকারের সমস্ত অফিস খোলা থাকবে, খোলা থাকবে আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠানও। ওই দুদিন কোনও সরকারি কর্মচারী ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিতে পারবেন না। ওই দুদিন কর্মক্ষেত্রে কেউ অনুপস্থিত থাকলে তা ‘ডায়াস নন’ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে অনুপস্থিত কর্মচারীদের বেতন কাটা যাবে।

* আগামী মাস থেকেই প্যানকিলার এবং অ্যান্টি বায়োটেক যেমন প্যারাসিটআমল, Phenytoin Sodium, Metronidazole মতো জরুরি ওষুধের দামও অনেকটাই বাড়বে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ওষুধের দাম বৃদ্ধিতে সবুজ সঙ্কেত দিয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

* সাত বছরের মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার লখনপুরে ৷ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে ৷ ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ৷

* সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তিনি এবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। যোগীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ বিধানসভায় ঝড় তুলতে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ