Panchayat Election : ভোটে হিংসার ঘটনায় বিএসএফ ও রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

Panchayat Election : ভোটে হিংসার ঘটনায় বিএসএফ ও রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার প্রেক্ষিতে বিএসএফের আইজি এবং রাজ্য সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আহতদের সরকারি হাসপাতালে ও প্রয়োজনে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।

সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মামলা করে কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। খুন, মারধর, ব্যালট পেপার লুট করা হয়েছে। তাঁর অভিযোগ, ‘গণতন্ত্রের উপহাস’ হয়েছে। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে তিনি জানান, “আদালতের নির্দেশ সত্ত্বেও ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। ইচ্ছাকৃত ভাবে আদালতের নির্দেশ অবজ্ঞা করা হয়েছে।” মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান অধীর।

আরও পড়ুন:  এতো বিবাদ, শত্রুতার মাঝেও এদের সবার একটাই লক্ষ্য “জনগনের উন্নয়ন”

এরপরেই বিএসএফের আইজি এবং রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আহতদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হয়। নিহতের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  পঞ্চায়েতে লাগামহীন সন্ত্রাসে আহত প্রিসাইডিং অফিসার

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ