Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* রেল লাইনে কাজ করছিলেন রেলকর্মীরা সেই সময় রেললাইনের পাশে একটি লেডিজ ব্যাগ পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। রেলকর্মীরা ভেবেছিলেন একটি অপ্রয়োজনীয় বস্তু পড়ে রয়েছে। সে কারণে ব্যাগটি ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন তাঁরা। তবে ফেলতে গিয়েই বিস্ফোরণ।স্থানীয়দের দাবি, প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরন তাঁরা। দেখেন রেললাইন এবং রেললাইন সংলগ্ন গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া স্টেশনের ২৮ এবং ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায়।

* রাস্তা অবরোধ করে পর পর গাড়ি ভাঙচুর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ এক সিভিক ভলেন্টিয়ার ও এক যুবকের খুনের ঘটনায় তুলকালাম দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই দু’ জনকে খুন করা হয়েছে৷

* আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসে শত্রুঘ্নকে তীব্র কটাক্ষ করেন রবিশঙ্কর প্রসাদ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘শত্রুঘ্ন সিনহা তিন বার দল বদলেছেন৷ কত দিন তিনি থাকবেন তৃণমূলে? উনি তো আমার কাছেই হেরেছেন।’ একই সঙ্গে তাঁর দাবি, আসানসোল বিজেপি-র দখলেই ছিল, বিজেপি-রই থাকবে৷

* রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, ‘শুভেন্দু এখন অবসাদে ভুগছেন৷ অবসাদ থেকে কাটিয়ে উঠতে এবং প্রচারের আলোয় আসতে ভুলভাল বকে চলেছেন৷’ সেচমন্ত্রীর মতে, এই ধরনের কথা বলে যদি শুভেন্দু তৃপ্তি পান তাহলে বলুক৷ একের পর এক শাসকদলের নেতাকে সিবিআই ডাকছে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন, ‘চোর ধরো জেলে ভরো৷’ বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ৩০/১১/২০২২

* তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নেমে তপন-মিঠুন কান্দুর ফোন বাজেয়াপ্ত সিবিআইয়ের। হবে ফরেন্সিক পরীক্ষা। খতিয়ে দেখা হবে সমস্ত ফোন কল। কলকাতা হাইকোর্ট তপন কান্দু হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশকে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে তুেল দেওয়ার নির্দেশ দিয়েছিেলন। তারপরেই তপন কান্দু এবং এই ঘটনায় গ্রেফতার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে তারা।

* রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শনিবার ফিরহাদের মন্তব্য, “কুণাল মন্ত্রিসভার সদস্য নয় । আমাদের এটা যৌথ দায়িত্ব, এই মন্ত্রিসভায় আমি আছি । আমি অন্যের ব্যাপার জানি না, তবে এটা পার্থদার ব্যাপার নয় ।” কুণাল ঘোষ শুক্রবার বলেছিলেন, “এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই বলতে পারবেন ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১/১২/২০২২

* পাকিস্তানের সংসদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি খারিজ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার ৷ সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ ডেপুটি স্পিকারের সেই সিদ্ধান্ত পুরো খারিজ করে দিল । নির্দেশ দিয়েছিল শনিবার, ৯ এপ্রিল পাকিস্তানের জাতীয় সংসদ বসাতে হবে । সেই মতো আজ সংসদ বসেছিল । অন্যদিকে, পাক শীর্ষ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ ।

* ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম ম্যাচটি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হচ্ছে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। চেন্নাই দলের শুরুটা খারাপ হয়েছিল। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়েছে দলটি। ১৫ রানে আউট হন রবিন উথাপ্পা, ১৬ রান করেন ঋতুরাজ। চেন্নাইয়ের হয়ে ৪৮ রান করেন অলরাউন্ডার মঈন আলি। ধোনি ৩ রানে আউট হন এবং জাদেজা করেন ২৩ রান। শিবম দুবে চলে গেলেন ৩ রান করে। হায়দ্রাবাদের হয়ে সুন্দর ও নটরাজন ২-২ উইকেট পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ