শুধু মেয়ে নয়! ৩০ জনের বেশি স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ পরেশের বিরুদ্ধে

শুধু মেয়ে নয়! ৩০ জনের বেশি স্বজনকে চাকরি দেওয়ার অভিযোগ পরেশের বিরুদ্ধে

সম্প্রতি অনৈতিক ভাবে চাকরি পাওয়ার অভিযোগে চাকরি গিয়েছে তৃণমূলের মন্ত্রীসভার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যার। বর্তমানে তৃণমূলে থাকলেও আগে পরেশ অধিকারী ছিলেন ফরোয়ার্ড ব্লকে। তিনি ২০০৬-১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের ভারপ্রাপ্ত খাদ্যমন্ত্রী ছিলেন। এবার বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে কন্যা ছাড়াও আত্মীয় অনাত্মীয় মিলিয়ে প্রায় ৩০ জন পরিজনকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে অনৈতিক ভাবে চাকরি করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপির তরফে।

সেই মর্মে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে একটি নামের তালিকা প্রকাশ করেছেন। সেখানে তাঁদের চাকরির দফতর ও পরেশ অধিকারীর সঙ্গে সম্পর্ক উল্লেখ করা হয়েছে। এই তালিকাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ফের শুরু হয়েছে বিতর্ক।

সম্পূর্ণ তালিকাটি হল-

স্ত্রী – মীরা অধিকারী (স্বাস্থ্য দপ্তর)
মেয়ে – অঙ্কিতা অধিকারী (বরখাস্ত)
ছেলে – হীরক জ্যোতি অধিকারী (ডাক্তার)
ভাই – অখিল অধিকারী (ক্লার্ক)
ভাইবউ – সাধনা অধিকারী (স্বাস্থ্য)
ভাইঝি – করমুক্তা অধিকারী (প্রাইমারি)
ভাইঝি – লতা অধিকারী মন্ডল (খাদ্য দপ্তর)
ভাইপো – বেন্টু অধিকারী (স্কুল ক্লার্ক)
ভাইপো – সেন্টু অধিকারী (প্রাইমারী)
ভাইপো – হরিপদ অধিকারী (প্রাইমারী)
ভাইপো – জয়দেব অধিকারী (খাদ্য দপ্তর)
বোন – ছায়া অধিকারী (ICDS)
বোন – মায়া অধিকারী (ICDS)
বোন জামাই – শৈলেন দাস (শিক্ষক)
বোন জামাই – শ্যামল সরকার (শিক্ষক)
শ্যালিকার মেয়ে – নুপুর রায় বর্মন (প্রাইমারী)
শ্যালিকার ছেলে – রামমোহন রায় (খাদ্য দপ্তর)
শ্যালিকার মেয়ে জামাই – হরিশ্চন্দ্র রায় (হাই স্কুল)
শ্যালকের ছেলে – সরেন রায় (প্রাইমারী)
শ্যালকের ছেলে বউ – পর্ণা সরকার রায় (প্রাইমারী)
শ্যালক – মনোরঞ্জন রায় (কলকাতা পুলিশ)
শ্যালক – উদ্ভব রায় (বিডিও অফিস)
শ্যালিকা – হীরা রায় (pwd)
শ্যালিকা – মায়া রায় (icds)
মামাতো ভাই – নিরঞ্জন রায় (কৃষি দপ্তর)
পিসতুতো ভাই – ভবেশ্বর রায় (প্রাইমারি)
*ভবেশ্বর রায়ের দুই মেয়ে (প্রাইমারী)
শ্যালিকার ছেলে – মৃণাল রায় (প্রাইমারী)
*মৃনালের স্ত্রী (প্রাইমারী)
ড্রাইভার – পিন্টু অধিকারী (খাদ্য দপ্তর)
ড্রাইভার – দ্বিজেন বর্মন (খাদ্য দপ্তর)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ