Shaibal Giri: শ্রীকান্ত মাহাতোর পর, মমতা সহ নেতৃত্বের বিরুদ্ধে সরব শৈবাল গিরি

Shaibal Giri: শ্রীকান্ত মাহাতোর পর, মমতা সহ নেতৃত্বের বিরুদ্ধে সরব শৈবাল গিরি

 

প্রথমে শ্রীকান্ত মাহাতো, এবার শৈবাল গিরি। মেদিনীপুরের জেলা রাজনীতিতে ফের চাঞ্চল্য। মমতা সহ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের দাঁতন ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি অডিও। যদিও GNE Bangla র তরফে তার সত্যতা যাচাই করা হয়নি৷

অডিওটিতে একটি কণ্ঠস্বর শৈবাল গিরির বলে দাবি রাজনৈতিক মহলের। সেই কণ্ঠস্বরকে বলতে শোনা গিয়েছে, “নেত্রী দেখা করবে না, অভিষেক দেখা করবে না। অভিষেকের খেলা চলছে, আইপ্যাকের খেলা চলছে। অভিষেক জানেই না আইপ্যাকের টাকার খেলা।”

আরও পড়ুন:  রক্তাক্ত কেশপুর! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজি, উড়লো তৃণমূল কর্মীর হাত

সম্প্রতি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন শৈবাল গিরি৷ তারপরেই উক্ত অডিও ভাইরাল হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অডিও ক্লিপে শৈবাল আরও বলেছেন, “আইএনটিটিইউসি থেকে কালেকশন করতে পারছে না। লক্ষ লক্ষ টাকা সবাই নেয়। অজিত মাইতি নিয়েছে, দিনেন রায় নেয়।” অপর কণ্ঠ ‘দিদি’র সঙ্গে শৈবালবাবুর ভালো সম্পর্কের বিষয়ে উল্লেখ করলে তাঁর বিষ্ফোরক দাবি, “দিদি আমাদের সঙ্গে দেখা করবে? চোর ডাকাতদের সঙ্গে দেখা করবে দিদি।”

এখানেই শেষ নয়। কিছুদিন আগেই শ্রীকান্ত মাহাতোর ভাইরাল হওয়া বক্তব্যের সঙ্গে শৈবাল গিরির বক্তব্যের তুলনা টানেন দ্বিতীয় কণ্ঠস্বর। জবাবে শৈবালবাবুর চাঞ্চল্যকর স্বীকারোক্তি, “দু’দিন অপেক্ষায় আছি। দল ছেড়ে দেব, তার কি আছে।” তার কটাক্ষ, “আমার পুলিশ আসতে পারবে না, ইডিও আসতে পারবে না। আমার কি করবে?”

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

একটি জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের কাছে কার্যত নিজের বক্তব্য স্বীকার করে নিয়েছেন শৈবাল গিরি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার ক্ষুব্ধ বক্তব্য, “পার্থদার ঘটনা বের হচ্ছে। আমাদের কষ্ট হয়, দিদি কি জানেন না মুখ্যমন্ত্রী হয়ে! গ্রামাঞ্চলে প্রতিদিন আমাদের মুখ দেখানো ভার হচ্ছে। সেই জন্য বলেছি। সেটা যদি অন্যায় হয়, তাহলে অন্যায় করেছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ