Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

Rajesh Mahata : আটকের পর বদলি! মেদিনীপুরের শিক্ষক রাজেশের নতুন স্কুল কোচবিহারে

শুক্রবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়মন্ত্রী বিরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় শনিবার আটক হয়েছেন কুড়মি নেতা রাজেশ মাহাতো। এবার পেশায় শিক্ষক রাজেশের মেদিনীপুরের স্কুল থেকে কোচবিহারের স্কুলে বদলির আদেশনামা সামনে এলো। তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবারেই পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে জারি হয়েছে রাজেশ মাহাতোর বদলির চিঠি।

কুড়মি নেতা রাজেশ মাহাতো পেশায় ইংরাজির শিক্ষক। তিনি পশ্চিম মেদিনীপুরের বনপুর হাই স্কুলে শিক্ষকতা করেন। শুক্রবার পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে তাঁকে চিঠি দিয়ে কোচবিহারের চামতা আদর্শ হাই স্কুলে ইংরাজির শিক্ষক হিসাবে বদলির বিষয়ে জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী ৫ দিনের মধ্যে বনপুর হাই স্কুলের কাজ থেকে তাঁকে অব্যহতি নিতে হবে এবং তারপরের তিন দিনের মধ্যে চামতা আদর্শ হাই স্কুলের শিক্ষক হিসাবে যোগ দিতে হবে বলেও চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজেশ মাহাতোর বদলিকে রাজ্য সরকারের “প্রতিহিংসাপরায়ন ও অনীতি মূলক আচরণ” বলে অভিহিত করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, “এই স্বৈরাচারী বদলির নির্দেশে কোনো নিয়ম মানা হয়নি।” এই বদলির বিরোধিতা করে রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষদের এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য আহ্বান জানিয়েছেন বিজেপি বিধায়ক।


অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বিরবাহা হাঁসদার কনভয়ে হামলার ঘটনায় শনিবার রাতে আটক হন কুড়মি আন্দোলনের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ মাহাতো। এর আগে শুক্রবার রাতে গ্রেপ্তার হয়েছিলেন ৪ জন। ধৃত ৪ জনের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ঝাড়গাম আদালতের বিচারক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ