Kurmi-Train Cancel: কুড়মিদের রেল অবরোধ, বাতিল বহু ট্রেন

Kurmi-Train Cancel: কুড়মিদের রেল অবরোধ, বাতিল বহু ট্রেন

মঙ্গলবার একাধিক দাবি নিয়ে রেল ও সড়ক অবরোধ কুড়মি। কুড়মি জাতিকে (Kurmi) তফসিলি জনজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্তি প্রভৃতি একাধিক দাবি দীর্ঘদিন ধরে তোলা হচ্ছিল। এবার নিজেদের দাবি আদায়ে পথে নামলেন কুড়মি সম্প্রদায়ের (Kurmi) মানুষজন। ঝাড়গ্রাম, পুরুলিয়া সহ জঙ্গলমহলের একাধিক জায়গায় রেল অবরোধের ফলে একাধিক ট্রেন বাতিল (Train Cancel) ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশুর সন্ধানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন নামালো পুলিশ

পুরুলিয়া জেলার কুস্তাউর স্টেশন, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার মাঝে খেমাশুলি প্রভৃতি একাধিক এলাকায় সকাল থেকে রেল অবরোধে নামেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা। স্তব্ধ হয়ে যায় রেল। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার তথা ২০.০৯.২০২২ তারিখে একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা-
১৮১১৬ চক্রধরপুর-গোমো মেমু এক্সপ্রেস
১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস
০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার
১৩৫১২ আসানসোল-টাটানগর এক্সপ্রেস
১৩৫১১ টাটানগর-আসানসোল এক্সপ্রেস
১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
০৮৬৪১ আদ্রা-বরকাকানা মেমু প্যাসেঞ্জার
০৮৬৪৯ আদ্রা-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার
০৮৬৫০ পুরুলিয়া-আদ্রা মেমু প্যাসেঞ্জার
০৩৫৯৮ আসানসোল-রাচি মেমু প্যাসেঞ্জার
০৮০৫৫ খড়গপুর-টাটানগর মেমু প্যাসেঞ্জার
০৮০৬০ টাটানগর-খড়গপুর মেমু প্যাসেঞ্জার
০৮৬৪২ বরকাকানা-আদ্রা স্পেশাল
০৩৫৯৭ রাঁচি-আসানসোল স্পেশাল
১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস
১৮০২০ ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

একই সঙ্গে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। রেল ও সড়ক যোগাযোগ একসাথে বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন জঙ্গলমহলের যাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ