Suvendu-Babul: ‘১ লক্ষ আয়না পাঠানো হবে’, শুভেন্দুকে নিজের মুখ দেখতে বললেন বাবুল সুপ্রিয়

Suvendu-Babul: '১ লক্ষ আয়না পাঠানো হবে', শুভেন্দুকে নিজের মুখ দেখতে বললেন বাবুল সুপ্রিয়

 

মঙ্গলবার সবং-এর লাঙলকাটায় ‘বাংলায় কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার’ অভিযোগ এনে ‘এজেন্সি নয়, চাকরি চাই’ প্রতিবাদ সভা করলো তৃণমূল কংগ্রেস। সেখান থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

এইদিনের সভায় উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, সৌমেন মহাপাত্র, রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সবং-এর প্রাক্তন বিধায়ক গীতারানী ভূইঁয়া, ব্লক সভাপতি আবু কালাম বক্স প্রমুখরা৷ সেখানে বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, বাংলার জন্য ভালো কিছু করা বা বাঙালির জন্য কিছু করা ইচ্ছা বিজেপির মননে নেই। বিজেপির কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র বাংলা দখল করতে চেয়েছে। তা করতে না পেরেই এখানকার নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগানো হচ্ছে বলে বিজেপিকে আক্রমণ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তার কটাক্ষ, উনি যেন বাড়িতে নিজের মুখ আয়নায় দেখেন। আয়না না থাকলে তৃণমূল কর্মীরা ১ লক্ষ আয়না ওনার বাড়িতে পৌঁছে দেবেন বলেও জানিয়েছেন বাবুল।

আরও পড়ুন:  মেদিনীপুর মেলার নতুন আকর্ষণ ‘স্মোক বিস্কুট’, জমে উঠেছে কলেজ মাঠ

সভায় রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের অভিযোগ, ‘কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ মঞ্জুর করছে না। তাছাড়া কেলেঘাই – কপালেশ্বরী প্রকল্পের বকেয়া টাকা দেয়নি।’ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর কটাক্ষ, “প্রধানমন্ত্রী বছরে ২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা না করে এজেন্সি পাঠাচ্ছেন।” মানস ভূঁইয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে অভিযোগ করেন, “রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে রাজ্যে ইডি, সিবিআই পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ