Breaking news 17/5/2022 1 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 17/5/2022 1 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* কয়লা পাচারকাণ্ডে অভিষেক-রুজিরাকে আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি। ইডি-কে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। নিরাপত্তা বিঘ্নিত হলে দায়ী থাকবে রাজ্য সরকার, মন্তব্য সর্বোচ্চ আদালতের। পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিরাপত্তা দিতে হবে ইডি-র অফিসারদের। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।

* উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ও আলিপুরদুয়ারে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

* গত রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা৷ এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত সূত্রে খবর, আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করার অনুমতি চান তিনি। বিচারপতি রাজাশেখর মান্থা মামলার অনুমতি দেন তাঁকে। এই মামলার শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

* পাটের দাম ইস্যুতেই গত কয়েকদিন ধরেই মোদি সরকারের সঙ্গে সংঘাত চলছে অর্জুন সিংয়ের। বিস্ফোরক অভিযোগ করেছেন দলের একাংশের বিরুদ্ধেও। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন “উনি কোথায় যাবেন সেটা উনি বলতে পারবেন।” তিনি বলেন, “মিডিয়ার লোকেরা অনেক কিছু বলেন। উনি কোথায় যাবেন, সেটা উনি বলতে পারবেন।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

* পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের সঙ্গে যুক্ত ৯টি সম্পত্তিতে হানা দিল সিবিআই৷ যে ৯টি জায়গায় তল্লাশি হয়েছে তার মধ্যে রয়েছে চেন্নাইয়ের দু’টি, মুম্বাইয়ের ৩টি এবং কর্ণাটক, পঞ্জাব ও ওড়িশার একটি করে জায়গায়৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির মামলা প্রসঙ্গে সিবিআই এর তরফে অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইউপিএ শাসনকালে কার্তি চিদম্বরম ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন ৷ তার বিনিময়ে কার্তি চিদম্বরম বেশ কয়েকজন চিনা নাগরিককে ভিসা পাইয়ে দিয়েছিলেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ