Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* রামপুরহাট হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করা হয়েছে। সেই ‘আনারুলকে আগেই পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ওঁকে রেখেছিলাম। আশিস বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোট পর্যন্ত আনারুলকে রাখতে বলেছিলেন’ বলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

* গত বছর করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক। এবছর আবার নিজের স্কুলেই পরীক্ষা দেবে পড়ুয়ারা। পরীক্ষাকেন্দ্রে এই প্রথম বিশেষ পর্যবেক্ষক নিয়োগে সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন সাংবাদিক সম্মেলনে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে নজরদারির দায়িত্বে থাকবেন ২ শিক্ষক। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেই বিষয়ের শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।

* বাঁকুড়া ছাতনা থানার আইসিকে প্রকাশ্যে রাস্তায় উলঙ্গ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা জীবন চক্রবর্তী। জানা গিয়েছে, পুকুর খননে দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই বাঁকুড়ার ছাতনার দুবরাজপুর এলাকায় বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। পরবর্তীতে রাস্তা আটকে দেয় তাঁরা। অবরোধ-বিক্ষোভকে কেন্দ্রকে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ছাতনা থানার পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতার হুঁশিয়ারি।

* দিল্লিমুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে হামলায় অভিযোগের তির বিজেপি সমর্থকদের দিকেই।হামলা প্রসঙ্গে এই প্রতিক্রিয়াই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন কেজরিওয়াল গুরুত্বপূর্ণ নন, গুরুত্বপূর্ণ হল দেশ। সেই দেশের জন্য তিনি প্রাণ দিতেও তৈরি। দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্যের জেরে বুধবারই হামলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে। ঘটনায় শোরগোল পড়েছে দেশের রাজনীতিতে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৮/১১/২০২২

* স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে আমরণ অনশনের হুমকি বিমল গুরুংয়ের। ২ই এপ্রিল কালিম্পংয়ে মোর্চার নাগরিক কনভেনশনের ডাক দিয়েছেন তিনি।

* হুগলিতে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ১১টি আন্ডারপাসের দাবিতে আন্দালন করছেন বেচারাম মান্না। এই বিষয়ে ক্রুদ্ধ রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আক্রমণ করলেন ফেসবুকে। নাম না করলেও তাঁর আক্রমণের লক্ষ্য যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং শ্রীরামপুর-হুগলি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে। বেচারাম মান্না বলেন, যে নেতা জনগণের কথা ভাবে না সেই নেতা? সাজুগুজু করা, ফেসপাউডার মাখা নেতা?’

* মাটিয়া ও ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণের অভিযোগে মামলার নথি তলব করল কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরি ছাড়াও তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। চিকিৎসার পর্যাপ্ত ব্যাবস্থা করতে হবে রাজ্যকে। দিতে হবে দুটি ক্ষেত্রেই চিকিৎসকদের রিপোর্ট। ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৭/১১/২০২২

* গত রাতে কলকাতার বিরুদ্ধে এই ম্যাচে বিরাট কোহলি বড় রান করতে ব্যার্থ হলেও তার ফ্যান ফলোয়িং এতটাই যে স্টেডিয়ামের সর্বত্র তার নামের স্লোগান ধ্বনিত হচ্ছিল। এদিকে, এমন একজন ব্যক্তিও হাজির হয়েছেন যিনি কোহলির বড় ভক্ত বলে মনে হচ্ছে। তাঁর অভিযোগ, কোহলির কারণে তাঁর বান্ধবী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। আসলে কোহলিও এই ব্যক্তিকে চিনতেন না। স্টেডিয়ামে কার্ড হাতে ক্যামেরায় ধরা পড়েন ওই ব্যক্তি। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হচ্ছে। ওই ব্যক্তিকে ক্যামেরায় সেই কার্ড দেখাতে দেখা গেছে। তাতে লেখা ছিল- আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমার কাছে তার জন্য সময় কম এবং বিরাট কোহলির জন্য বেশি সময় দিই।

* আজ আইপিএলের ১৫ তম আসরে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টসের। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে ধোনি যদি আর ১৫টি রান করতে পারেন, তাহলে তিনি পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্য়াটে ৭০০০ রান পূর্ণ করবেন। ধোনি চলে আসবেন বিরাট কোহলি , রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও সিএসকে সতীর্থ রবিন উথাপ্পাদের অনন্য ক্লাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ