নিয়োগ দুর্নীতি কাণ্ডে সোমবার ইডি চার্জশিট পেশ করলো নগর দায়রা আদালতে। সেখানে চাঞ্চল্যকর দাবি করে ইডি জানিয়েছে, ১৭টি জেলার ৩৪৬ জন প্রার্থীর নামের তালিকা মিলেছে তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশিতে।

পেশ করা চার্জশিটে শান্তনুর মাধ্যমে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির জাল রাজ্যের ১৭ জেলায় ছড়িয়েছিল বলে দাবি করলো ইডি৷ দক্ষিণবঙ্গের হুগলি, নদীয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার নাম রয়েছে তালিকায়। রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার নামও। উদ্ধার হওয়া তালিকায় ৩৪৬ জনের তালিকায় ১৪৮ জন চাকরিপ্রার্থী বীরভূমের।

জনপ্রিয় খবর:  Scam : 'কালীঘাটের কাকু' গ্রেপ্তার! এরপর তবে কার পালা?

এছাড়াও চার্জশিটে ইডির দাবি, প্রাইমারি শিক্ষক হিসাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য ঐ নাম শান্তনুর কাছে এসেছিল। শান্তনু দুই এজেন্টের মাধ্যমে ঐ নাম পায়। সেই এজেন্টদের সঙ্গে শান্তনুর পরিচয় হয়েছিল তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের মাধ্যমে।