Dilip Ghosh: ‘দিদিমণিও মোদিজির অনেক অনুকরণ করার চেষ্টা করেন’, কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh: 'দিদিমণিও মোদিজির অনেক অনুকরণ করার চেষ্টা করেন', কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূলরাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শালবনীমেদিনীপুর পশ্চিম মণ্ডলের কর্মীদের ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেতা কুনাল ঘোষের চা চক্র করার বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “ভালো কথা! ভালো জিনিস অনুকরণ করা উচিৎ। আমাদের দিদিমণিও মোদিজির অনেক অনুকরণ করার চেষ্টা করেন। তাতে যদি জনসাধারণের লাভ হয় ভালো। আমরা রয়্যালটি নেবো না।” গরু পাচার মামলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “গরু পাচারে হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হয়েছে। বহু লোক সেই টাকা নিয়েছে। ব্যবসায়ীদের কাছে সেই টাকা রাখা হয়েছে। খোঁজ চলছে।” পুলিশের প্রতি দিলীপবাবুর ক্ষোভ, “গরু বাংলাদেশে চলে যাচ্ছে সেটাকে পুলিশ আটকাচ্ছে। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে আমাদের গোয়ালারা গরু নিয়ে আসেন। ৫০ থেকে ৬০ হাজার টাকা এক একটা গরুর দাম। সেই গরু ছাড়িয়ে নিয়ে তাদের কাছ থেকে না খাইয়ে মেরে ফেলা হচ্ছে। এখানকার আশেপাশের গোয়ালারা আমার কাছে এসেছিলেন। এটা বাড়াবাড়ি হলে এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করবো।”

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাধুবাদ জানান দিলীপ ঘোষ। বলেন, “বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপর মানুষের বিশ্বাস আছে। তিনি দেখিয়েছেন, বিচার ব্যবস্থা দিয়ে অনেক কিছু করা যায়। উনি মানুষের মনে আশা জাগিয়েছেন। যা করার ওনাকেই করতে হবে।” সাংবাদিকদের প্রশ্নে তালডাংরায় বিধায়কের উক্তি ‘কংগ্রেস-বিজেপি-সিপিএম এর ধানমারাই হবে’ প্রসঙ্গে তিনি বলেন, “সময় আসুক! কে কাকে পিষে দেয় দেখা যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ