Purulia: ইডির তলব জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে, শুরু রাজনৈতিক তরজা

Purulia: ইডির তলব জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে, শুরু রাজনৈতিক তরজা

এবার ইডির তলব পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষেত্রে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বার কয়লা পাচার মামলায় প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোর যোগের অভিযোগ এনেছেন। এরই মধ্যে সূত্রের খবর, আগামী ১৪ ই নভেম্বর সুজয় বন্দ্যোপাধ্যায়কে ইডি দিল্লি তলব করেছে। এই ঘটনার প্রেক্ষিতে শাসক দল তৃণমূলের তরফে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:  শুভেন্দু অধিকারী একজন ব্র্যান্ডেড ডাকাত – বললেন অখিল গিরির পুত্র

শাসক দলের অভিযোগ, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে শাসক দলের মনোবল ক্ষুন্ন করতেই বিজেপির তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই অতিসক্রিয়তা৷ অন্য দিকে ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে ইডি তদন্তের দাবি জানিয়েছেন খোদ তার দলীয় সহকর্মী পুরুলিয়া জেলা তৃণমূলের সম্পাদক প্রদীপ কর্মকার। খোদ দলীয় নেতার এইরূপ অভিযোগ নিয়েও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

ইতিমধ্যে ৫ জন কংগ্রেস কাউন্সিলর ও ১ জন নির্দল কাউন্সিলর একত্রে ঝালদা পুরসভায় পুরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। আবার ৩ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে জয়ী ও পরে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় তৃণমূল ত্যাগ করেছেন সম্প্রতি। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়ায় তীব্র অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ