পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব চলেছে বিগত কয়েক সপ্তাহে। নষ্ট হয়েছে কৃষিজমির চাষ। বিশেষতঃ শীতের মরশুমি চাষ ও আলু চাষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত। হাতির তান্ডবের কারনে হওয়া ক্ষতি পূরনের দাবিতে ও পাঁচ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার বেলায় শালবনি ব্লকের পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করলেন বামেদের কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক সভার সদস্যরা।
আন্দোলনকারীদের বক্তব্য, চলতি শীতের সময় একাধিক নিম্নচাপের কারনে এমনিতেই ব্যহত হয়েছে শীতের চাষ। তার উপর বারংবার হাতির হামলায় আলু ও সবজি চাষের মারাত্মক ক্ষতি হয়েছে। শালবনি ব্লকের পিড়াকাটা রাজ্য সড়ক অবরোধ করে পাঁচ দফা দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া কৃষক সভার সদস্যরা। তাঁদের মূল দাবিগুলি, অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, বন্যপ্রাণী শিকার আইন লাগু করতে হবে, অযথা বনকর্মীদের ছাঁটাই করা চলবে না।
- Advertisement -
এইদিন বাম কৃষক সংগঠনের অবরোধ ও বিক্ষোভে পিড়াকাটায় রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়, যানজটের সৃষ্টি হয়। পরে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও দাবি পূরণ না হলে অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।