Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি যোগের অভিযোগ এনেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনঞ্জয় ওরফে জয় মাহাতো নামে এক যুবকের গ্রেপ্তারিতে জোরালো হল সেই দাবি। গ্রেপ্তার হওয়া যুবক বিজেপির কর্মী বলে অভিযোগ উঠেছে বিভিন্ন তরফে।

গত বুধবার ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করেছে ধনঞ্জয় ওরফে জয় মাহাতো নামে এক যুবককে। অভিযোগ, ধৃত জয় বিজেপির কর্মী সমর্থক। আরও অভিযোগ, বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন মিছিলে ধৃতকে দেখা গিয়েছে৷ তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বিজেপিকে সমর্থনের প্রমাণ মিলেছে৷ ফলে তৃণমূলের বক্তব্য, কনভয়ে হামলার ঘটনায় মমতা ও অভিষেকের তোলা বিজেপি-যোগের অভিযোগ সত্য প্রমাণিত হল। অন্যদিকে আন্দোলনকারী কুড়মিদের বক্তব্য, কুড়মি সমাজের জাতিসত্ত্বার আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। সমাজের হয়ে আন্দোলনরত অনেকেই আছেন যাঁরা রাজনৈতিক ভাবে বিভিন্ন দলের সমর্থক হলেও সমাজের আন্দোলনে যুক্ত হয়েছেন। রাজ্য সরকারের সিআইডি কনভয়ে হামলার ঘটনায় তদন্ত চালালেও কুড়মিদের তরফে বিচার বিভাগীয় বা সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। কুড়মী নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো ও পুলিশি অত্যাচারের অভিযোগ এনে আগামী ৬ জুন ঝাড়গ্রামে সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে।

গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে নবজোয়ার কর্মসূচির রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত শালবনী এলাকায় পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর কুড়মিদের বিক্ষোভের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। “চোর! চোর” স্লোগান সহ বিক্ষোভ দেখাতে থাকেন কুড়মি সংগঠনের আন্দোলনকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের শেষের দিকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ছিল। অভিযোগ, মন্ত্রীর গাড়ি ও কনভয়ের অন্যান্য গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইঁট পাটকেল। তৃণমূল কর্মী সমর্থকদের গাড়িতে লাঠি হামলা চালানো হয় বলেও অভিযোগ। মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সিআইডি। ঘটনার তদন্তভার এখন সিআইডি-র হাতে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ