Rani Shiromoni: শিরোমণির নামে স্কুলের নাম সঙ্গে রানীর মূর্তি স্থাপন ও ভবন উদ্বোধন, কমিটি কুতুরিয়া জুনিয়র হাই স্কুলে

Rani Shiromoni: শিরোমণির নামে স্কুলের নাম সঙ্গে রানীর মূর্তি স্থাপন ও ভবন উদ্বোধন, কমিটি কুতুরিয়া জুনিয়র হাই স্কুলে

শালবনীর কুতুরিয়া জুনিয়র হাই স্কুল নামাঙ্কিত হবে রানি শিরোমনির নামে। সেই সঙ্গে রানি শিরোমনির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও বিদ্যালয় ভবনের উদ্বোধন উৎসবের আয়োজন কর্মসূচী নেওয়া হয়েছে স্কুলের তরফে। এইদিন সেই উপলক্ষ্যেই কমিটি গঠন করা হল। কমিটির প্রথম অনুষ্ঠানও এইদিন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:  Debra: পঞ্চায়েতের তরফে আদিবাসীদের ধামসা মাদল, সঙ্গে “চোখের আলো” প্রকল্পে চক্ষু পরীক্ষা শিবিরে

উৎসব কমিটির সভাপতি হলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া, যুগ্ম সম্পাদক শালবনী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাংশু দে। কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি প্রমুখরা। আগামী ১৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে। এদিন অনুষ্ঠানের রূপরেখা নিয়ে কমিটিতে আলোচনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ