Breaking news 12/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 12/5/2022 3 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* ঘূর্ণিঝড় অশনি ইতিমধ্যেই শক্তি খুইয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এই মুহূর্তে তার অবস্থান অন্ধ্র উপকূলে। তবে পশ্চিমবঙ্গে অশনির খুব একটা প্রভাব নেই। শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি৷ কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷

* বৃহস্পতিবার দুপুরে নতুন টাউন হলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের আসল মুখ যে আমলারা, তা-ও এদিন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোভিডের বিরদ্ধে লড়াইয়ের জয়ে আমি কৃতজ্ঞ। কোভিডে চারজন আফিসারকে আমরা হারিয়েছি। এদিন বিডিও, ডিএমদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি। বলেন, “কোভিড কাল থেকে WBCS অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।” জেলা বাড়ানোর কথা জানানোর পাশাপাশি WBCS পদ বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরই WBCS অফিসারদের জন্য একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* দিন কয়েক আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু ফের অসুস্থ হয়ে পড়লেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ফের তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে, শারীরিক পরীক্ষা শেষে সাড়ে ৪ ঘণ্টা ধরে থাকার পর অ্যাপোলো হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। সাড়ে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর অনুব্রতকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের। উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই মতো ঠিক তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। এসএসকেএম হাসপাতালে ভরতি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।

* আজ কলকাতার রানি রাসমনি রোডের প্রকাশ্য সমাবেশ থেকে সম্মেলনের সূচনা শুরু হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সম্মেলন। আজ থেকে ১৫ মে পর্যন্ত সম্মেলন হবে। বেকারের সব ঘরে ঘরে চাকরির চিঠি যাক, নিশানে উড়িয়ে লাল পাল্টে দেওয়ার ডাক।”- এই বার্তাকে সামনে রেখেই শুরু হতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)- এর একাদশতম সর্বভারতীয় সম্মেলন। দীর্ঘ ২৭ বছর পর তা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে।সমাবেশে বক্তব্য পেশ করবেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখোপাধ্যায় ও রাজ্যের সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

* গুগল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহ দেখিয়েছে। আইপিএলের এই মরসুমের পরে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সম্প্রচার স্বত্ব নিলাম করবে। অ্যামাজন ও ডিজনির পর এবার সেই দৌড়ে যোগ দিয়েছে গুগলও। সব মিলিয়ে অর্ধ ডজন কোম্পানি বিসিসিআই থেকে বিডিং নথি সংগ্রহ করেছে। আইপিএল বিশ্বের তৃতীয় সর্বাধিক দেখা ক্রীড়া ইভেন্ট। বিসিসিআই এই বছর ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ব নিলাম করবে। বর্তমানে আইপিএলের সম্প্রচার স্বত্ব রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ