Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* বেআইনি কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বার বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোর জেরে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ইডির আইনজীবী অভিযোগ করেন, কয়লাকাণ্ড একাধিকবার তলব করা হলেও আদালতে হাজির দিচ্ছেন না রুজিরা। ইডির তলবও এড়িয়ে যাচ্ছেন। সেই অভিযোগের পর অভিষেক-পত্নীর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।

* আজ দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। রবিবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এই গভীর নিম্নচাপ ঘূর্ণঝড়ে(অশনি)পরিণত হয় কি না, সেদিকেই নজর আবহবিদদের। আগামী সপ্তাহের শুরুর দিকেই এই ঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব উপকূলে৷ বিশেষত ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলেই তার আছড়ে পড়ার সম্ভাবনা যথেষ্ট। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ওড়িশা সরকারকে জানান হয়েছে যে, নিম্নচাপ তৈরির কারণে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হল ওড়িশায়। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গও। নিম্নচাপ আবহে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৭/১১/২০২২

* রাজ্যে ৭৩৮ গ্রন্থাগারিক পদে নিয়োগের প্রক্রিয়ায় সিলমোহর দিয়েছে নবান্ন। লাইব্রেরিয়ানে এত বিপুল সংখ্যায় নিয়োগ কার্যত এই প্রথম। প্রায় এক যুগ আগে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ হলেও তা সংখ্যায় ছিল নগণ্য।

* গতকাল সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ৷ অমিত শাহের সঙ্গে সৌরভের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত এবং বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। এই নিয়ে কুণাল ঘোষ ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন?’ এর পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অসামাজিক কাজে জড়িত থাকায় কোথাও আমন্ত্রণ পান না কুণালবাবু। সেই হতাশা থেকে এই ধরনের টুইট।”

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৪/১১/২০২২

* শনিবার শহর কলকাতায় ঘরোয়া রান্নার গ্যাসের প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছে। সেই নিয়ে প্রতিক্রিয়া চাইলে দিলীপ বলেন, ‘‘সারা দুনিয়ায় দাম বাড়ছে। পেট্রোলিয়াম যে কোনও পদার্থ, গ্যাস, তেল, যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে। অন্য দেশে অনেক বেশি দাম বেড়েছে। আমাদের সরকার তবু অনেকটা আটকে রেখেছে। দিলীপ ঘোষ এর বক্তব্যের পরিপেক্ষিতে তৃণমূল নেতা জয়প্রকাশ বলেন, ‘‘দিলীপবাবু কোথায়, কী বলেন, তার ঠিকানা রাখা মুশকিল। কিছু দিন আগে বলেলন, সরকার পেট্রোপন্যের দাম নিয়ন্ত্রণ করে না। আজ বলছেন, সরকার অনেকটা নিয়ন্ত্রণ করে রেখেছে। অন্য দেশে কী দাম, তার খবর রাখেন দিলীপবাবু!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ