Amit Shah : “ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, ৩৫টির বেশি লোকসভা আসন পেলেই পড়ে যাবে মমতার সরকার”, বার্তা অমিত শাহের

Amit Shah : "ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, ৩৫টির বেশি লোকসভা আসন পেলেই পড়ে যাবে মমতার সরকার", বার্তা অমিত শাহের

“মমতাদিদি যতই চান, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না!” বীরভূম থেকে এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি পরবর্তী লোকসভা নির্বাচনরাজ্যে ৩৫টির বেশি লোকসভা আসন বিজেপি জিতলেই মমতার সরকারের পতন হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

বীরভূমের সভা থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন অমিত শাহ। স্পষ্ট করে দিলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন নয়, ১ বছর পরের লোকসভা নির্বাচনই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ। শাহ বলেন, “মমতাদিদি যতই চান না কেন, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না।” তিনি বলেন, “রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি থেকে কেউ হবেন।”

আরও পড়ুন:  Extra Marital Affair : সদ্যোজাত সন্তানকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের

এরপরেই অমিত শাহের বার্তা ২০২৪ এর লোকসভা নির্বাচন নিয়ে। বার্তা দেন, বাংলা থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিততে হবে ৩৫ টি আসন। তাহলেই ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই ২০২৫ সালে তৃণমূল সরকারের পতন হবে বলে ঘোষণা করেন নরেন্দ্র মোদির রাজনৈতিক সেনাপতি।

আরও পড়ুন:  Mamata Banerjee : দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা, “ভাই-ভাইপো কোটিপতি, নাটক অনেক দেখেছি”, কটাক্ষ দিলীপের

এছাড়াও নিজের বক্তব্যে বাংলায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তির কথা উল্লেখ করে উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, রাজ্যে রামনবমীর মিছিল করার স্বাধীনতা থাকার বিষয়ে। জানান, বিজেপি ক্ষমতায় এলে মিলবে সেই স্বাধীনতা। তাঁর বক্তব্যে এসেছে অযোধ্যায় রামমন্দির প্রসঙ্গও। রাজ্যে চাকরিতে দুর্নীতি করতে দেবেন না বলেও বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ