Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* বীরভূমের অবিনাশপুরে হাতি তাড়াতে গিয়ে আহত বনকর্মী। আহত বনকর্মীকে শুরুতে অবিনাশপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।ঘটনাস্থলে পৌঁছে যান অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল। হাতিটিকে ইতিমধ্যেই ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছে এবং ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীকালে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

* বাবুল সুপ্রিয় এর শপথ গ্রহণ ঘিরে শুরু হয়েছিল নজিরবিহীন জটিলতা। তৃণমূলের অভিযোগ, এর মূলে ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল। বর্তমান রাজ্যপালের আমলে যে কোনও শপথগ্রহণ ঘিরেই বিতর্ক যেন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হল না। এবার সেই বিতর্ক অবসান করতে রাজ্যপাল টুইট করে লেখেন, ‘ভারতের সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ অনুযায়ী আমার ক্ষমতার সীমানার ভিত্তিতে, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে আমি দায়িত্ব দিলাম। তাঁর কাছ থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ১৬১ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী বাবুল সুপ্রিয় শপথগ্রহণ করবেন।’‌

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৭/১১/২০২২

* চলতি সপ্তাহেই বাংলায় আসছেন অমিত শাহ । তার আগেই বারাসতের বিজেপিতে বড়সড় ভাঙন। একসঙ্গে ইস্তফা দিলেন ১৫ জন। জানা গিয়েছে, রবিবার সকালে বিজেপি বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে একটি ইস্তফাপত্র লেখেন বিরুদ্ধরা।

* আগামী ৫ তারিখ তৃণমূল কংগ্রেসের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক। দলীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভায় পৌরোহিত্য করবেন। সূত্রের খবর আগামী ৫ তারিখের বৈঠক থেকে দলের কর্মীদের কাছে সেই কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দলের তরফে ঘোষণা হতে পারে বেশ কিছু নয়া কর্মসূচি।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

* আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও শিলাবৃষ্টি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ